প্রতিবেদন : স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) ফেরানো নিয়ে সরকারের কঠোর অবস্থান ফের একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্ত হাসপাতাল, নার্সিংহোমগুলিকে কোনও ভাবেই রেয়াত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। শুধু কথার কথা নয়, হুঁশিয়ারিকে কাজে পরিণত করে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সোমবার বিধানসভায় এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাসপাতাল বা নার্সিংহোম কোনও অবস্থাতেই স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) ফেরাতে পারবে না। এ-ধরনের অভিযোগের ক্ষেত্রে সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে। এই সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তির জন্য বিশেষ কমিশন গড়া হয়েছে। কমিশন ৬৩টি অভিযোগের নিষ্পত্তি করেছে। তাদের সুপারিশ অনুযায়ী ৫৫টি হাসপাতাল-নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলিকে মোট ৪ লক্ষ ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান এ-পর্যন্ত রাজ্যের ৮ কোটি ৭ লক্ষের বেশি মানুষ স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়েছেন। ২ কোটি ৪৪ লক্ষ ৭১ হাজার ৫৫৯টি পরিবার স্বাস্থ্যসাথী তালিকায় এসেছেন। এই প্রকল্পে রাজ্য ৮ হাজার কোটি টাকার বেশি ব্যয় করেছে। অন্য এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব ঘটেছে। জেলায় জেলায় হাসপাতালগুলিকে আধুনিকীকরণ করা হয়েছে। সব জেলা হাসপাতালে আইসিইউ কেয়ারের ব্যবস্থা করা হয়েছে। সমস্ত জেলাতেই সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হয়েছে।
আরও পড়ুন- আসন রফা করেই লোকসভার ভোটে জিতবে ইন্ডিয়া : মুখ্যমন্ত্রী