ব্যুরো রিপোর্ট : আবহাওয়ার সতর্কবার্তা ছিলই। নিম্নচাপের জেরে রবিবার রাত থেকেই চলছে হালকা মাঝারি বৃষ্টি। কিন্তু পরিস্থিতি অস্বাভাবিক হল সোমবার বিকেল থেকে। হঠাৎ আসা টর্নেডোয় তছনছ হয়ে গেল বসিরহাটের একাধিক গ্রাম। প্রবল বৃষ্টিতে দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস জারি করা হয়েছে অরেঞ্জ সর্তকতা । বসিরহাটের পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শনে যান
হাড়োয়ার বিডিও সমীর রঞ্জন মান্না। ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে ত্রিপল, খাদ্যসামগ্রী সহ সব ধরনের সাহায্য দেওয়া হয়েছে।
আরও পড়ুন- ত্রিপুরায় পদযাত্রা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যকে কটাক্ষ কুণাল ঘোষের
টর্নেডোর দাপটে মিনাখার তালবেড়িয়া গ্রামের প্রায় ৮টি বাড়ি ভেঙে য়ায়। যার মধ্যে একটি বাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তান্ডবে উপরে যায় বিদ্যুতের খুঁটি। ভেঙ্গে গিয়েছে বহু গাছপালা। চৌহাটার ফাকা মাঠের মধ্যে দিয়ে ঝড় বইয়ে যাওয়ায় প্রচুর গাছ ক্ষতিগ্রস্ত হয়। টালির চাল, টিনের চল উড়ে গিয়েছে। গাছ পড়ে ক্ষতিগ্রস্থ রাস্তা। আমফানের তান্ডব দেখার পর এমন ভয়ানক ঝড় দেখে আতঙ্কিত গ্রামবাসীরা।
আরও পড়ুন- ত্রিপুরায় পদযাত্রা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যকে কটাক্ষ কুণাল ঘোষের
প্রবল বৃষ্টিতে দিঘার সমুদ্র জলোচ্ছ্বাস।একটানা বৃষ্টিতে দিঘা স্টেশন সংলগ্ন রাস্তায় জমেছে জল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাতের সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলি ইতিমধ্যেই কিনারায় ফিরে এসেছে।