বছরের শেষ দিনে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিউ টাউন (NewTown)থানা (police station)অন্তর্গত মৃধা মার্কেটে (Mridha market)ভয়াবহ অগ্নিকাণ্ড । এর জেরে খালপাড় সংলগ্ন বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন-আবাস যোজনায় দুর্নীতি, পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার করল তৃণমূল, অভিযোগ পেয়েই ব্যবস্থা নিল দল
দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে। শেষ পাওয়া খবর অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। এই মুহূর্তে গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ বাঁশ, প্লাই, দিয়ে এই অস্থায়ী দোকানগুলো তৈরি হওয়ায় আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে। সেখানে খাবারের দোকানও ছিল। সেই দোকানে থাকা সিলিন্ডার বিস্ফোরণ ঘটে অনেকগুলো। আগুনের তীব্রতা বেড়ে যায় আরও অনেকটাই। সিলিন্ডার বিস্ফরণের বিকট আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। বছর শেষে এই অগ্নিকাণ্ডের ঘটনায় চিন্তিত সকলেই। পুনর্বাসন বা ক্ষতিপূরণের দিকে তাকিয়ে রয়েছেন তারা।
আরও পড়ুন-তিনদিনের রাষ্ট্রীয় শোক ব্রাজিলে, প্রিয় স্টেডিয়ামে শেষবার ফুটবল সম্রাট, স্যান্টোসেই শেষকৃত্য পেলের
আগুন লাগার যথার্থ কোনও কারণ এখনও জানা যায়নি। এই নিয়ে তদন্ত চলছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। কোনও ব্যক্তি আহত হননি। দমকলের তরফে জানানো হয়, সকাল সাড়ে ছ’টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। পরে কুলিং অফ প্রক্রিয়া চলতে থাকে পকেট ফায়ার নেভানোর জন্য।