বাংলাদেশের সুপার মার্কেটে ভয়াবহ আগুন

রাতেই আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়। আহত ১১ জনের চিকিৎসা চলছে বার্ন ইন্সটিটিউটে।

Must read

নীলক্ষেতের গাউসুল আজম সুপার মার্কেটে (Super Market) ভয়াবহ আগুন। ঘটনার খাবার পাওয়া মাত্রই দমকলের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দিয়েছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন ঘটনার তদারকি করছেন। আজ, শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে বলে জানান তিনি। রাজধানীর নীলক্ষেতে গাউসুল আজম সুপার মার্কেটে আগুন লেগেছে। দমকলের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন-জামিন অযোগ্য মামলাই চিন্তার কারণ নির্বাচন কমিশনের

আপাতত আগুন লাগার কারণ বোঝা যায় নি। হতাহতের কোনো খবর নেই। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। ২৯ ফেব্রুয়ারি রাতে গ্রিন কোজি ভবনে লাগা আগুনে ৪৬ জনের মৃত্যু হয়েছে। ৪৩ জনের পরিচয় জানা গিয়েছে এখনও পর্যন্ত। রাতেই আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়। আহত ১১ জনের চিকিৎসা চলছে বার্ন ইন্সটিটিউটে।

Latest article