নামকরা এক নার্সিংহোমকে অভিনব জরিমানা স্বাস্থ্য কমিশনের

Must read

হাসপাতালের নার্সদের দুর্ব্যবহারের জের৷ অভিনব ক্ষতিপূরণ দিতে হবে কলকাতার এক প্রথমসারির নার্সিংহোমকে৷ কলকাতার এক বৃদ্ধাশ্রম, ‘সিস্টার ফর দি পুওর’-এর আবাসিকদের একবেলা মধ্যাহ্নভোজন করাতে হবে তাদের। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিযোগকারী রোগিণী। থাকতে হবে অভিযুক্ত নার্সদেরও। যাতে তাঁরা মানবিকতার শিক্ষা পান। এমন নজিরবিহীন নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন৷

আরও পড়ুন-পুলিশ বাহিনীকে অঙ্গদানে এগিয়ে আসার আহ্বান নগরপালের

এক ব্যক্তি ওই নার্সিং হোমে ভর্তি থাকা তাঁর স্ত্রী’র সঙ্গে নার্সদের অমানবিক আচরণের অভিযোগ এনেছিলেন কমিশনে। তারই পরিপ্রেক্ষিতে এদিন রাজ্য স্বাস্থ্য কমিশন এই রায় দেয়। দুর্গাপুরের এক হাসপাতালকেও এক ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে কমিশন। সেই টাকা কোনও সেবা প্রতিষ্ঠানে দান করতে বলা হয়েছে।
সোনারপুরের একটি হাসপাতালের ঘটনায় বিস্মিত হয় কমিশন।

এই হাসপাতালের বিরুদ্ধে এক অভিযোগের তদন্ত করতে গিয়ে কমিশন জানতে পারে, প্রত্যন্ত এলাকার ওই হাসপাতাল কোভিড রোগীদের একদিন চিকিৎসার খরচ ধার্য করেছিল ৬০ হাজার টাকা! একদিন আইসিইউতে রাখতে ১০ হাজার ও জেনারেল বেডে রাখতে আট হাজার টাকা নেওয়া হয়। এক রোগীর ১৫ দিনের চিকিৎসা শুধু ডাক্তারদের বিলই ধরা হয় ৮৩ হাজার টাকা! এইসব দেখে এদিন ওই হাসপাতালকে চার লক্ষ ৬০ হাজার টাকা বিল কমিয়ে দুই লক্ষ ৩৮ হাজার টাকা করতে বলা হয়।

আরও পড়ুন-ঝাড়খণ্ডের ধানবাদে বিচারকের রহস্যমৃত্যু: দুর্ঘটনা না খুন?

এছাড়াও দুই এনআরআই চিকিৎসকের অভিযোগের পরিপ্রেক্ষিতে অন্য এক হাসপাতালকে এক লক্ষ ৬১ হাজার ৮৬৪ টাকা ও এক রোগিণীর অভিযোগে অন্য হাসপাতালকে ৩৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। আরও দুই ঘটনার একটিতে একটি হাসপাতালকে ৬ হাজার ৯০০ টাকা এবং আর এক নার্সিংহোমকে ১০ হাজার ৮০০ টাকা জরিমানা দিতে বলেছে স্বাস্থ্য কমিশন ৷

Latest article