সংবাদদাতা, বাঁকুড়া : বেসরকারি হাসপাতালের কার্নিশে ঝুলছেন এক মহিলা। নিচে লোক জড় হতেই ঝাঁপ। বল লুফে নেওয়ার মত তাঁকে ধরে নিলেন লোকজন। বরাত জোরে প্রাণে বাঁচলেন বিষ্ণুপুরের ওই হাসপাতালের রাধুনি শম্পা মাঝি। শুক্রবার সকালে হাসাপাতালের রান্না ঘরে আচমকা আগুন লেগে আতঙ্ক ছড়ায়। তখন সবে কাজে এসেছেন শম্পা। কোনওদিকে না তাকিয়ে তিনতলার রান্না ঘর থেকে ঝাঁপ দেন তিনি। গোটা হাসাপাতালে হুড়োহুড়ি পড়ে যায়। তড়িঘড়ি বেড়িয়ে আসেন রোগীরা।
আরও পড়ুন-তিন প্রধানকে বঙ্গবিভূষণ, চিঠি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলেও বাঁধুনির জানালা থেকে ঝাঁপ নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও এই পুরো বিষয়টি এড়িয়ে গিয়েছেন ওই হাসপাতালের মালিক আনিন্দ জানা। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, হাসপাতালটির দমকল বিভাগীয় ছাড়পত্রের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। অগ্নিনির্বাপন ব্যবস্থায় রয়েছে ত্রুটি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন শম্পা। হাতে, পায়ে সামান্য চোট রয়েছে। তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দমকলের তরফে ওই বেসরকারি হাসপাতালের অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা ওই হাসপাতালের রোগীদের মধ্যেও উৎকণ্ঠা ছড়ায়।