সংবাদদাতা, বালুরঘাট : আইএস, আইপিএস, ডব্লুবিসিএস পরীক্ষায় পড়ুয়াদের সফল করার লক্ষ্যে হল বিশেষ কর্মশালা। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে বালুরঘাটের বালুছায়া ভবনে কর্মশালার উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্বলন করে এদিনের এই কর্মশালার উদ্বোধন করেন দক্ষিণ জেলা শাসক আয়েশা রানি। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক বিবেক কুমার, বালুরঘাট মহকুমার মহকুমাশাসক সুমন দাশগুপ্ত, দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ডিএসপি সোমনাথ ঝা। এই কর্মশালায় ১৪২ জন তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। কর্মশালায় নিজেদের অভিজ্ঞতার কথা বলেন জেলার আধিকারিকেরা। কর্মশালায় অংশগ্রহণকারী রূপম কর্মকার, ঈশিতা দেবনাথ-এর মতন ছাত্র-ছাত্রীদের বক্তব্যের প্রশংসা করেন বিশিষ্টরা। দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানি বলেন, ‘পশ্চিমবঙ্গ থেকে সিভিল সার্ভিসে যোগদানের সংখ্যা আরও বাড়াতে এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়ছে। এই ধরনের কর্মশালা থেকে উপকৃত হবেন ছাত্রছাত্রীরা। পাশাপাশি তাঁরা আরও এগিয়ে যাওয়ার উৎসাহ পাবেন।’ প্রসঙ্গত, আমলা তৈরি করতে প্রশাসনের উদ্যোগে এর আগেও বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে কর্মশালা। এই কর্মশালাগুলিতে বিভিন্ন অভিজ্ঞতার কথা বলে বিশিষ্টরা তৈরি করছেন ছাত্রাছাত্রীদের।