১০০ দিনের কাজের মজুরি আধারভিত্তিক, শুরু হচ্ছে প্রতিবাদ

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে নারেগা সংঘর্ষ মোর্চা। ১ এপ্রিল থেকেই চালু হবে আধারের মাধ্যমে মজুরির ব্যবস্থা।

Must read

প্রতিবেদন : একশো দিনের কাজ বা মনরেগায় আধার কার্ডের মাধ্যমে মজুরি মেটানোর প্রক্রিয়া চালু করার সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। একশো দিনের কাজে এতদিন দু রকমভাবে মজুরি মেটানো হত। আধারের মাধ্যমে এবং সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। তবে এবার অ্যাকাউন্টভিত্তিক মজুরি মেটানোর পদ্ধতি বাতিল করে আধার নম্বরভিত্তিক মজুরি মেটানোর পদ্ধতি চালু করতে চলেছে মোদি সরকার।

আরও পড়ুন-আমেরিকার ইতিহাসে প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হল ফৌজদারি মামলা

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে নারেগা সংঘর্ষ মোর্চা। ১ এপ্রিল থেকেই চালু হবে আধারের মাধ্যমে মজুরির ব্যবস্থা। ৩০ জানুয়ারি আধারভিত্তিক মজুরি মেটানোর নির্দেশিকা জারি করেছিল মোদি সরকার। ১ ফেব্রুয়ারি এই পদ্ধতি চালু করার কথা জানানো হয়েছিল। কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিবাদ হওয়ায় সেই সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ করা হয়। তবে এবার আর সেই সময়সীমা বৃদ্ধি করতে নারাজ কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রক।

আরও পড়ুন-পাকিস্তানে রেশনের লাইনে পদপিষ্ট হয়ে মৃত্যু

নারেগা সংঘর্ষ মোর্চার দাবি, গ্রামোন্নয়ন মন্ত্রকের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। কারণ আধারের মাধ্যমে মজুরি পাওয়ার শর্তাবলি পূরণ করতে পারবেন ৫০ শতাংশেরও কম শ্রমিক। অ্যাকাউন্টভিত্তিক মজুরি প্রদান ব্যবস্থা কেন বন্ধ করে দেওয়া হচ্ছে, মোদি সরকার সে-বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাল না। আধারের ভিত্তিতে মজুরি প্রদান একটি জটিল প্রক্রিয়া। গত কয়েক বছরে এই ব্যবস্থায় অনেক সমস্যা দেখা দিয়েছে। বিষয়টিকে জটিল করে তোলার কোনও প্রয়োজন ছিল না। এই জটিল প্রক্রিয়ার কারণে শ্রমিকদের মজুরি না পাওয়ারও সম্ভবনা থাকছে বলে জানিয়েছে নারেগা সংঘর্ষ মোর্চা।

Latest article