কংগ্রেসের সঙ্গে আঞ্চলিক রাজনীতির বাধ্যবাধকতার কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিরোধী দলের বৈঠকে গরহাজির থাকল আপ, টিআরএস, টিডিপি, ওয়াইএসআর কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলি। এ বিষয়ে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির নেতা ও মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানিয়েছেন, কংগ্রেসের উপস্থিতির কারণেই কনস্টিটিউশন ক্লাবের বৈঠকে অনুপস্থিত তাঁর দল। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কথায়, কংগ্রেসের সঙ্গে এক মঞ্চে তাদের প্রবল আপত্তি আছে। তাঁর অভিযোগ, তেলেঙ্গানা সম্পর্কে বিভিন্ন নির্বাচনে একাধিকবার অপমানসূচক মন্তব্য করেছে কংগ্রেস। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সম্মান করে তাঁর দল৷
আরও পড়ুন- ত্রিপুরা উপনির্বাচন: আগরতলায় দুয়ারে সায়নী, সুরমার সভায় বাজিমাত সায়ন্তিকার
অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্কের কথা সুবিদিত। শেষ যেবার বাংলার মুখ্যমন্ত্রী দিল্লিতে এসেছিলেন তখনও অরবিন্দ কেজরিওয়াল নিজে এসে দেখা করেছিলেন তাঁর সঙ্গে। আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল প্রথম থেকেই এই বৈঠকে যোগ দেবেন বলে কথা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু একেবারে শেষ সময়ে তিনি উপস্থিত থাকতে পারেননি। জানা যাচ্ছে, এক্ষেত্রেও অ্যালার্জি সেই কংগ্রেস৷ যেহেতু কংগ্রেসের একাধিক নেতা তৃণমূল নেত্রীর ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন তাই বিরোধী ঐক্যের স্বার্থেও এমন বৈঠকে যোগ দিতে চায়নি অরবিন্দ কেজরিওয়ালের দল৷ দিল্লি ও পাঞ্জাবে বিজেপির পাশাপাশি কংগ্রেসেরও কট্টর বিরোধিতা করে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি৷ জানা গিয়েছে, দিল্লির কনস্টিটিউশন ক্লাবের বৈঠকে উপস্থিত না থাকলেও ব্যক্তিগতভাবে আপ নেতারা বাংলার মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সমর্থনই জানিয়েছেন৷