#AbKiBaarDidiSarkar : চব্বিশে বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ মমতাই

Must read

২০২৪-এ দিল্লির মসনদ দখলের লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় জোরদার প্রচার শুরু তৃণমূলের। তাই সোমবার দিল্লি যাওয়ার দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরল দল। ট্যুইটারে হ্যাশট্যাগ দিয়ে তুলে ধরা হল একটি ব্যানার, যার স্লোগান ‘#AbKiBaarDidiSarkar’।

আরও পড়ুন-পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ: পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে লিখিত জবাব চাইলেন অভিষেক

জানা গিয়েছে, এই টুইট করেছেন তৃণমূলের শীর্ষ নেতারা। রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা ওই পোস্টে তুলে ধরেছেন তাঁরা। তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রীর মস্তিস্কপ্রসূত রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন বাংলার কোটি কোটি সাধারণ মানুষ। এবার দেশের মানুষেরও এই সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়া উচিত। আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির মসনদে বসাতে চান তাঁরা।

আরও পড়ুন-মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, এর আগে ”গুজরাত মডেল”-কে সামনে রেখে ২০১৪ সালে লোকসভা ভোট বৈতরণী পাড় করেছিলেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ১০ বছর পর ২০২৪ সালে আসন্ন লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস ”বেঙ্গল মডেল”। গত ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার বলেন, ”ক্ষমতায় এলে গোটা দেশে ফ্রিতে রেশন দেবো।” যেটা তিনি এতদিন রাজ্যের মানুষের জন্য বলে এসেছেন।

 

 

Latest article