প্রতিবেদন : হার নিশ্চিত বুঝে মরিয়া হয়ে উঠছে বিজেপি। ভারসাম্য হারাচ্ছেন বিজেপি নেতা ও প্রার্থীরা। এবার খোদ তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে কুৎসিত ভাষায় আক্রমণ করলেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর এই মন্তব্যের প্রতিবাদে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে তৃণমূল। লোকসভা নির্বাচনের চতুর্থ দফাও শেষ। চার দফাতেই পরিষ্কার যত নির্বাচন এগোচ্ছে তত পায়ের তলার মাটি সরছে বিজেপির। তাই মরিয়া হয়ে উঠছে তাঁরা। সন্দেশখালিকে প্রচারের হাতিয়ার করতে গিয়ে মুখ পুড়েছে গেরুয়া শিবিরের। হাতে কোনও ইস্যু নেই। তাই দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে কুৎসিত আক্রমণ করতেও ছাড়ছে না তাঁরা। বিজেপি মহিলাদের কোনও সম্মান করে না । এই ঘটনাতেই তা প্রমাণিত হল।
আরও পড়ুন-একদিনে ৩০ হাজারের বেশি রোগীকে পরিষেবা দিল এসএসকেএম
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কুকথার প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, বিজেপির এই প্রার্থী এবার সমস্ত সীমারেখা লঙ্ঘন করেছেন। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কদর্য ভাষায় আক্রমণ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তা বাংলার নারীদের অপমান করার শামিল। অবিলম্বে তাঁকে প্রকাশ্যে ক্ষমাও চাইতে হবে দাবি তুলেছেন রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা। সরব হয়েছেন আরও এক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি সভ্যতার সব সীমা ছাড়িয়ে গিয়েছেন।
যে ধরনের খারাপ ভাষা আপনার মুখে শোনা যাচ্ছে তাতে মানুষ আপনাকে আর মানুষ ভাবছে না। আমাদের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আপনি যে কথাগুলি বলেছেন, কোনও ভদ্র মানুষ এইসব কথা বলতে পারেন? আপনি তো বোঝেনই ভুল। তৃণমূল একবারও বলেনি, রেখা পাত্র বা কোনও মহিলাকে ২ হাজার টাকায় কেনা হয়েছে। আমরা বলেছি, সন্দেশখালির মহিলাদের টাকা দিয়ে ভুল বুঝিয়ে ভুয়ো অভিযোগ করানো হয়েছিল। মহিলাদের সম্ভ্রম কীভাবে রক্ষা করতে হয় তা আমাদের মুখ্যমন্ত্রী সবচেয়ে ভাল জানেন। তবে আপনাকে পরামর্শ, ভদ্রতার সীমা লঙ্ঘন করবেন না, সীমার মধ্যে থাকুন। নির্বাচনে জয়লাভের আশায় এ-ধরনের কথা বলবেন না। মানুষ কিন্তু এসব ভালভাবে নেবে না।