পাক ম্যাচে বড় রান

পিচে পেস ও বাউন্স থাকায় সুবিধা পাবেন ব্যাটাররা। তবে গতি ও বাউন্স থাকায় দু’দলের সিমাররাও এখান থেকে সুবিধা আদায় করতে পারবেন।

Must read

দুবাই, ১৬ মে : টি-২০ বিশ্বকাপে ভারত-পাক মহারণ ৯ জুন নিউ ইয়র্কে। এখনও বাকি ২৫ দিন। তার আগেই নাসাউ কাউন্টি আন্তজার্তিক স্টেডিয়ামের পিচ কেমন হবে তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। এমন পরিস্থিতিতে পিচ প্রস্তুতকারক ড্যামিয়ান হাউ জানিয়েছেন, ভারত বনাম পাকিস্তান ম্যাচে বড় রান ওঠার সম্ভবনা রয়েছে। পিচে পেস ও বাউন্স থাকায় সুবিধা পাবেন ব্যাটাররা। তবে গতি ও বাউন্স থাকায় দু’দলের সিমাররাও এখান থেকে সুবিধা আদায় করতে পারবেন।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে কুৎসিত আক্রমণ অভিজিতের, কমিশনে যাচ্ছে তৃণমূল

আসন্ন বিশ্বকাপের পিচ প্রস্তুত করার জন্য অ্যাডিলেড ওভালের প্রধান পিচ প্রস্তুতকারক হাউকে বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ করেছে আইসিসি। হাউ বলেছেন, “ভারত-পাক দ্বৈরথে নাসাউয়ের পিচে পেস, বাউন্স সমান থাকবে। বল ভাল ভাবে ব্যাটে লাগবে। ব্যাটাররা বড় রান করার সুযোগ পাবে।” আইসিসি কর্তা ক্রিস টেটলি বলেছেন, “নতুন স্টেডিয়াম সামনে আসলেই অনেক প্রশ্ন ওঠে। নাসাউয়ের মাঠ কিন্তু ছোট নয়। যার উত্তর-দক্ষিণ ৬৭ গজ এবং পূর্ব-পশ্চিম দিকে ৭৫ গজ। এই মাঠের জলনিকাশি ব্যবস্থাও বেশ উন্নত।” টেটলি আরও জানিয়েছেন, মুম্বইয়ের ওয়াংখেড়ের সঙ্গে নাসাউয়ের মাঠের মিল রয়েছে। যে মাঠে গতবছর একদিনের ক্রিকেটের বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে মোট ৭২৪ রান উঠেছিল। শেষবার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল ২০২২ টি-২০ বিশ্বকাপে। সেই ম্যাচে পাকিস্তানকে চার উইকেটে হারায় ভারত।

Latest article