অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) এই নিয়ে সাত বার চোখের অস্ত্রোপ্রচার হয়েছে। চোখের সমস্যা যে ঠিক কতটা অসুবিধাজনক সেটা ভালোই বোঝেন তিনি।সেই আবেগ থেকেই ভিড়ের মধ্যে ছোট্ট মেয়েটির চোখে বিশেষ চশমা দেখে নিজেই এগিয়ে গেলেন ডায়মন্ড হারবারের(diamond harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। চোখের সমস্যায় ভোগা ওই বালিকার চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত করার উদ্যোগ নিলেন তিনি।
আরও পড়ুন-দুর্নীতির মামলায় আরেক অধিকারী-ঘনিষ্ঠ গ্রেফতার
শুক্রবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের আমতলায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অনুষ্ঠান শেষে যখন তিনি বেরিয়ে আসছেন, তখনও অভিষেককে দেখতে রাস্তার দু’ পাশে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ৷ তাঁদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন অভিষেক৷ তখনই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা বছর দশেকের একটি মেয়ের দিকে চোখ যায় তৃণমূল সাংসদের৷ অভিষেক দেখেন, চতুর্থ শ্রেণির ওই ছাত্রীর চোখে চশমা থাকলেও তার বাঁদিকের চোখের চশমার কাঁচটি পুরোপুরি ঢাকা৷ বিষয়টি চোখে পড়তেই অভিষেক ওই ছাত্রীর কাছে জানতে চান তার চোখে কী হয়েছে? জবাবে ওই ছাত্রী এবং তার অভিভাবক জানায়, তার ডান দিকের চোখে সমস্যা রয়েছে৷ চিকিৎসকের পরামর্শেই এই ধরনের চশমা পরে থাকতে হয় তাকে৷
আরও পড়ুন-নিজেকে সময়োপযোগী করে তুলেছিলেন রুমা
এ কথা শুনে নিজেই ওই ছাত্রীর চোখের চশমা খোলেন অভিষেক৷ হাত দিয়ে ছাত্রীর একটি চোখ ঢাকা দিয়ে তার কাছে জানতে চান অন্য চোখ দিয়ে সে ঠিক মতো দেখতে পাচ্ছে কি না? কোন হাসপাতালে চিকিৎসা চলছে তাও জানতে চান অভিষেক৷ এরপর ওই ছাত্রী ও তার অভিভাবকের নাম ফোন নাম্বার নেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চোখের উন্নত চিকিৎসা করানোর আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন-… রাস রসও গোরাচাঁদও চাঁদও হে…
এদিকে শুক্রবার নিজের কেন্দ্রে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে গিয়ে আসন্ন পঞ্চায়েত ভোট নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন দলের নেতা কর্মীদের। এই অনুষ্ঠানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা থেকেই সাংগঠনিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বিজয়ার পর সামান্য মিষ্টি মুখের সঙ্গে তাদের সকলের কুশল সংবাদ নেন এলাকার সাংসদ। পাশাপাশি জানান, পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে তাই লোকসভা কেন্দ্রের কোথায় কতটা উন্নয়নের কাজ হয়েছে এবং কোথায় কতটা বাকি রয়েছে তা খোঁজ-খবর নেওয়ার জন্য আগামী ১৫ নভেম্বর রিভিউ মিটিং করবেন তিনি। এ পাশাপাশি বজবজ২ এর এক সদস্য ও নেতাকে রীতিমতো সতর্ক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলকে সঙ্গে নিয়ে চলার কড়া বার্তা দেন অভিষেক।