বর্ষশেষে অভিষেক, সততার জয় অবশ্যম্ভাবী

ডায়মন্ড হারবারের সাংসদের উপলব্ধি, আক্রমণ যত আসুক না কেন, চলার পথে আপনি যদি সৎ থাকেন, তাহলে নিশ্চিত, আপনি মাথা উঁচু করে জয়ী হবেন।

Must read

প্রতিবেদন : বছর শেষে ফেসবুক পেজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট। ডায়মন্ড হারবারের সাংসদের উপলব্ধি, আক্রমণ যত আসুক না কেন, চলার পথে আপনি যদি সৎ থাকেন, তাহলে নিশ্চিত, আপনি মাথা উঁচু করে জয়ী হবেন।
২০২২-এর উপলব্ধির কথা ভাগ করে নিতে গিয়ে অভিষেক বলেছেন, বছরটা আমাকে অপরিসীম শিক্ষা দিয়ে গেল। মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিয়ে বছর শুরু করেছি। সমস্ত নেতিবাচকতার বিরুদ্ধে তিনি আমায় লড়াইয়ের শক্তি ও সাহস জুগিয়েছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আমার মূল লক্ষ্য ছিল, দেশ জুড়ে তৃণমূল কংগ্রেসের ভিত্তি তৈরি করা। দেশবিরোধী শক্তিগুলির বিরুদ্ধে লড়াই করতে করতে এই মুহূর্তে আমরা দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক শক্তি।

আরও পড়ুন-আজ দিনভর ঢালাও কর্মসূচি, তৃণমূল কংগ্রেসের ২৬ তম প্রতিষ্ঠাদিবস

কেন্দ্রের বিজেপি সরকারের এজেন্সি কেন্দ্রিক রাজনীতিকেও একহাত নিয়েছেন অভিষেক। তিনি লিখেছেন, বারবার আমাকে টার্গেট করা হয়েছে। কিন্তু মাথা উঁচু করে বুক চিতিয়ে এই চক্রান্তের বিরুদ্ধে লড়াই করেছি। মা মাটি মানুষের আশীর্বাদে সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, মুখোমুখি হয়েছি। এই ঘটনা থেকে জীবনের শিক্ষা হল, আপনি যদি সৎ থাকেন, তাহলে যতই আক্রমণ আসুক না কেন, মাথা উঁচু করে লড়াইয়ের পর নিশ্চিত আপনিই জয়ী হবেন।
ফেসবুক পোস্টে অভিষেক ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের কথাও লিখেছেন। তাঁর কথায়, এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। ক্লাব তৈরির এক বছরের মধ্যে প্রিমিয়ার ডিভিশনে খেলার সুযোগ পেয়েছে দল। এর থেকে গর্বের আর কী হতে পারে।

আরও পড়ুন-দিনের কবিতা

বিগত একবছরে কী পেলেন? তার ব্যাখ্যা দিতে গিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ বলছেন, যদি লক্ষ্যে স্থির থাকেন, আর লড়াই যদি হয় হৃদয়ের অন্তস্তল থেকে, তাহলে অন্ধকারের মধ্যেও রূপালি আলোর দিশা পাবেন। ২০২২-এর শিক্ষাই আমাকে আগামিদিনে পথ দেখাবে। নেতা-কর্মী আর অসংখ্য সমর্থক, যাঁরা আমার ওপর ভরসা রেখেছেন, তাঁদের নতুন বছরে অসংখ্য শুভেচ্ছা আর ধন্যবাদ।

Latest article