প্রতিবেদন : জনপ্রতিনিধি হিসেবে কথা দিয়ে কীভাবে কথা রাখতে হয়, বারবার উদাহরণ তৈরি করছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারই বজবজ বিধানসভা এলাকায় চড়িয়াল সেতুর উদ্বোধনে গিয়ে অভিষেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, ৬ দিনের মধ্যে ফের সেখানে গিয়ে মহেশতলায় পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
আরও পড়ুন-‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চ মাতালেন বাংলার দিদি
সেই কথা মতোই ২৫ ফেব্রুয়ারি বজবজ ট্রাঙ্ক রোড ও মহেশতলায় ৪০ মিলিয়ন গ্যালন জলপ্রকল্পের উদ্বোধন করবেন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও প্রতিশ্রুতি মতোই মহেশতলায় উড়ালপুলের নিচের রাস্তারও উদ্বোধন করবেন ডায়মন্ডহারবারের দুইবারের সাংসদ। সোমবারই ৫৭ বছর ধরে বিরোধী পক্ষের সাংসদ-বিধায়করা যে সমস্যার সমাধান করতে পারেনি, সেই কাজ করে দেখিয়েছেন তিনি। কথা দিয়েছিলেন ৫ বছরের মধ্যে চড়িয়াল সেতুর উদ্বোধন করবেন, সেই কথা রেখেছেন অভিষেক। এবার একসপ্তাহের মধ্যেই এলাকার মানুষের জন্য মহেশতলায় জলপ্রকল্পের উদ্বোধন করবেন তিনি।