‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চ মাতালেন বাংলার দিদি

বাংলার দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন বাংলা রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে। তৈরি হল নয়া ইতিহাস।

Must read

প্রতিবেদন : তিনি আপামর বাঙালির দিদি। এমনকী, জাতীয় রাজনীতিতেও তিনি ওই নামেই জনপ্রিয়। বাংলার দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন বাংলা রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে। তৈরি হল নয়া ইতিহাস। এর আগে এমন ঘটনা কখনও হয়নি। বুধবার, ডুমুরজলা স্টেডিয়ামে ছিল ‘দিদি নাম্বার ওয়ান’-এর শ্যুটিং। সেটেও সমান সাবলীল ও আন্তরিক বাংলার মুখ্যমন্ত্রী। যা দেখে আপ্লুত ‘দিদি নাম্বার ওয়ান’-এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুধু করে কুশীলবরা।
প্রায় ১৫ বছর ধরে এই রিয়্যালিটি শো সঞ্চালনা করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের মুখোমুখি। প্রতিযোগিতায় হাজির ছিলেন বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘরনি ডোনা গঙ্গোপাধ্যায়ও। অন্যান্য প্রতিযোগীরা হলেন সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ও অরুন্ধতী হোমচৌধুরী। কিন্তু খেলা একাই দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। গল্প থেকে গান, কবিতা থেকে মজার খেলা সবেতেই নজর কাড়লেন ‘বাংলার দিদি’।
রিয়্যালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর জনপ্রিয়তাকে আরও বাড়াতে সঞ্চালিকা আর চ্যানেল কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীকে অংশগ্রহণে অনুরোধ করেন। ভালবাসার আবদার ফেলেননি তিনি। কথা দিয়েছিলেন যাবেন আর সেইমতো কথা রাখলেন। বুধবার সকালে এই অনুষ্ঠানের শ্যুটিং করতে ডুমুরজলা ইনডোর স্টেডিয়ামে পৌঁছন মুখ্যমন্ত্রী। বেলা ১২টা নাগাদ ফ্লোরে ঢোকেন তিনি। মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই শ্যুটিং শেষ। উচ্ছ্বসিত কলাকুশলী থেকে টেকনিশিয়ান প্রত্যেকেই। গল্প, রসিকতা এবং আড্ডার মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে আপ্লুত টিম ‘দিদি নাম্বার ওয়ান’।
রচনা ভেবেছিলেন চ্যালেঞ্জের মুখে ফেলবেন মুখ্যমন্ত্রীকে। কিন্তু উল্টে বাংলার দিদির চালে কুপোকাত ‘দিদি নাম্বার ওয়ান’। জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে ‘প্রতিযোগী’ নয়, বরং ‘বিশেষ অতিথি’ হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিযোগিতা হয় ডোনা-অরুন্ধতী-শ্রীরাধার মধ্যেই। মমতা প্রতিযোগিতায় অংশ না-নিলেও রচনা তাঁকে অনুরোধ করেছিলেন রুটি বেলতে। মমতা উল্টে রচনাকেই বলেন রুটি বেলে দেখাতে। সটান বলেন, আগে তুমি রুটি বেলে দেখাও! দিদির অনুরোধ ফেলেননি রচনা। তারপরে অবশ্য মুখ্যমন্ত্রীও রুটি বেলে দেখিয়ে দিয়েছেন। সূত্রের খবর, রুটি বেলার এই প্রতিযোগিতায় জয়ী হয়েছেন ডোনা।
বাংলার মহিলাদের উজ্জীবিত করাই ছিল শোয়ের এই পর্বের উদ্দেশ্য। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণ। উদ্যোক্তা সূত্রের খবর, শৈশব থেকে বর্তমান সময় পর্যন্ত যাত্রাপথের অভিজ্ঞতা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, তাঁর জীবনসংগ্রামের প্রসঙ্গও উঠে এসেছে। মহিলাদের উন্নয়নে আরও কী কী ভাবনা আছে রাজ্য সরকারের সেই কথাও জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে সকলের অনুরোধে ছবিও আঁকেন তিনি। গান করেন। তাঁর লেখা এবং সুর-দেওয়া গান গেয়ে শোনান শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। শ্যুটিং শেষ করেও যেন বিশ্বাস করতে পারছিলেন না রচনা। তাঁর কথায়, এখনও পর্যন্ত যেটা কখনও হয়নি, এ বার সেটাই হল। আমি দিদির কাছে চিরকৃতজ্ঞ। এত বছর ধরে আমার শোয়ের যে সুনাম, সেটা দিদির উপস্থিতিতে পূর্ণতা পেল। শ্যুটিং শেষের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অনুষ্ঠান খুব ভাল হয়েছে।

Latest article