মোদিরাজ্যে বেহাল শিক্ষাব্যবস্থা, দুর্দশার ছবি মানলেন শিক্ষামন্ত্রীই

প্রশ্নের মুখে মোদি রাজ্য গুজরাতের শিক্ষাব্যবস্থা। পড়ুয়াদের উপস্থিতির হার থেকে শুরু করে ক্লাসরুমের পরিকাঠামো, দুর্দশার ছবি সর্বত্র।

Must read

প্রতিবেদন : প্রশ্নের মুখে মোদি রাজ্য গুজরাতের শিক্ষাব্যবস্থা। পড়ুয়াদের উপস্থিতির হার থেকে শুরু করে ক্লাসরুমের পরিকাঠামো, দুর্দশার ছবি সর্বত্র। খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী কুবের দিন্দোর মেনে নিয়েছেন, পরিস্থিতি সঙ্গীন।

আরও পড়ুন-নির্বাচনে এয়ার অ্যাম্বুল্যান্স, নির্দেশ নির্বাচন কমিশনের

বিধানসভার বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে একাধিক অভিযোগ সামনে এনে গুজরাতের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস বিধায়ক কিরীট প্যাটেল। আর সেই প্রশ্নের উত্তরেই শিক্ষামন্ত্রী নিজেই রাজ্যের শিক্ষাব্যবস্থার হাল-হকিকত তুলে ধরেন। তাতে দেখা গিয়েছে যে গুজরাতকে মডেল রাজ্য হিসাবে তুলে ধরা হয়, তার শিক্ষাব্যবস্থার দিকেই নজর নেই বিজেপি সরকারের। দেখা যাচ্ছে, শিক্ষাব্যবস্থার উন্নয়নের নিরিখে ভারতের প্রথম পাঁচটি রাজ্যের মধ্যেই নাম লেখাতে পারেনি গুজরাত।

আরও পড়ুন-পাকিস্তানে জোট সরকার, শাহবাজ প্রধানমন্ত্রী জারদারি প্রেসিডেন্ট

রাজ্যের কংগ্রেস বিধায়কের অভিযোগ, ২০২৩ সালের রিপোর্ট দেখলে বোঝা যায়, গুজরাটের প্রাথমিক স্কুলগুলির ২৫ শতাংশ পড়ুয়াই নিজেদের রাজ্যের গুজরাতি ভাষাই ঠিকমতো পড়তে পারে না। এ ছাড়া ৪৭.২০ শতাংশ পড়ুয়া ইংরেজি পড়তে অক্ষম। কংগ্রেস বিধায়কের অভিযোগের সত্যতা মেনে নিয়ে শিক্ষামন্ত্রী স্বীকার করে নেন, গুজরাতে এমন ৩৪১টি প্রাইমারি স্কুল রয়েছে, যেখানে ক্লাসরুমের সংখ্যা মাত্র একটি। এছাড়া স্কুল তৈরির জন্য যে জমি দরকার তাও পর্যাপ্ত নেই। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত রিপোর্ট দেখলে জানা যাচ্ছে, ১৪০০-র বেশি পদ এখনও ফাঁকা রয়েছে শিক্ষা দফতরে। মাত্র ৭৮১টি পদে চাকরি দেওয়া হয়েছে। ১৪৫৯টি পদ এখনও শূন্য রয়েছে।

Latest article