জঙ্গিপুর ও সামশেরগঞ্জ এক লাখের টার্গেট বেঁধে দিলেন অভিষেক

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর: মুর্শিদাবাদে জোড়া ভোটের প্রচারে এসে ভোটারদের সামনে জেতার লক্ষ্য বেঁধে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেতা-কর্মীদের উদ্দেশে বললেন, আরও মানুষের কাছে যান, জনসংযোগ বাড়ান, যেসব ত্রুটি-বিচ্যুতি আছে দূর করুন, তাঁদের মন জিতুন, যাতে মানুষের স্বতঃস্ফূর্ত ভোটদানে তৃণমূল কংগ্রেস প্রার্থী লক্ষাধিক ভোটে জিততে পারেন।

আরও পড়ুন :ফাঁকা আওয়াজ, মিথ্যা প্রচার

সামসেরগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলামের হয়ে প্রচারে এসে তুলোধনা করলেন কংগ্রেসকে। বললেন, ‘আমিরুল ২০১৬-তেই জানিয়েছিলেন, অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির গোপন আঁতাত ছিল। সেই কারণেই কংগ্রেস দলে থাকেননি আমিরুল।’ প্রশ্ন তুললেন, ‘কংগ্রেসের নেতাদের মাটিতে দেখা যায়? বহরমপুরের সাংসদকে মাটিতে পেয়েছেন জেতানোর পর? এখান থেকে আপনারা জিতিয়েছিলেন আবু তাহের খানকে আর খলিলুর রহমানকে। নিজের জীবন বিপন্ন করে কোভিডের মধ্যে মানুষের জন্য কাজ করেছেন, এটাই তৃণমূল আর কংগ্রেসের মধ্যে পার্থক্য। কংগ্রেস হয়তো বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তৃণমূলও করছে। পার্থক্য হল, কংগ্রেস হারছে, আর তৃণমূল হারাচ্ছে।’

কার্যত কংগ্রেস আর বিজেপিকে একই সারিতে রেখে আক্রমণ করেন অভিষেক। বলেন, ‘দুই দলকে রিপোর্ট কার্ড নিয়ে আসতে হবে সাত বছরের মোদী সরকার ও দশ বছরের কংগ্রেস সরকার মুর্শিদাবাদের জন্য কী করেছে।’ অভিষেকের চ্যালেঞ্জ, দশ শূন্য গোলে হারাবেন প্রতিপক্ষকে।জঙ্গিপুরেও কংগ্রেসকে তুলোধোনা করেন অভিষেক। সাফ জানান, ‘সিপিএম-কংগ্রেসকে ভোট দেওয়া মানেই ভোট নষ্ট করা।’

Latest article