বিস্ফোরক অভিষেক

Must read

প্রতিবেদন : রামনামের আড়ালে চলছে দেশের প্রধানমন্ত্রীর শক্তি প্রদর্শন৷ তার মাঝে ব্যতিক্রম বাংলা৷ সর্বধর্মের সংহতি মিছিলে আজ সোমবার পা মেলাবেন মানুষ, গোটা বাংলা৷ নেতৃত্বে মুখ্যমন্ত্রী৷ ঠিক এই পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে​ সরাসরি বিজেপির ধর্মীয় রাজনীতিকে তীব্র কটাক্ষে বিদ্ধ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেউলিয়া রাজনীতিকে উদ্দেশ্য করে লিখেছেন, যে উপাসনাস্থল ঘৃণা, হিংসা এবং নিরীহ মানুষের লাশের উপর তৈরি হয়, সেই উপাসনা স্থলকে আমার ধর্ম আলিঙ্গন কিংবা গ্রহণ করতে শেখায়নি৷ তা সে হতে পারে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার কিংবা যে কোনও ধর্মস্থান৷ অভিষেকের কটাক্ষে সরাসরি আক্রমণ বিজেপিকে৷ পরিষ্কার করে দিয়েছেন, দেশের শাসকদলের ধর্মের প্রতি ভালবাসা নয়, তাদের লক্ষ্য হল ধর্মের প্রতি মানুষের ভালবাসার ভাবাবেগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা৷ ভারতবর্ষের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য সে-কথা বলে না৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কলকাতায় সর্বধর্মের জনজোয়ার,  জেলাতেও তুমুল উদ্দীপনা

Latest article