মানুষের টাকা দিচ্ছে না কেন্দ্রের মোদি সরকার। একশো দিনের কাজ থেকে আবাস যোজনায় বাংলাকে বঞ্চিত করছে। এদিকে কোটি কোটি টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্তা হচ্ছে। কেন্দ্রের মোদি সরকারকে তুলোধনা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তৃণমূলে নব জোয়ার কর্মসূচিতে বৃহস্পতিবার, আলিপুরদুয়ারের বারোশিয়া চৌপট্টির জনসভা থেকে বাংলার দাবি আদায়ে দিল্লি গিয়ে অনির্দিষ্টকালের অবস্থান করার কথা ফের বলেন তিনি।
এদিনের সভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “বিজেপি নেতারা বলছে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে বলে টাকা আটকে রেখেছে। আমি সরাসরি চ্যালেঞ্জ করে বলছি বিজেপিকে এবং কেন্দ্রীয় সরকারকে, ১১ লক্ষের বেশি যে তালিকা দিল্লিতে পাঠানো হয়েছে তাতে একটা দুর্নীতি হয়েছে দেখাতে পারলে আর আলিপুরদুয়ারে মুখ দেখাতে আসব না।“
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “আমি বারবার বলছি একশো দিনের কাজের টাকা গরিব মানুষের অধিকার। সেখানে টাকা আটকে রাখা হচ্ছে।“ এরপরেই তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “প্রয়োজনে আমাকে সকাল থেকে রাত পর্যন্ত গালিগালাজ করুন, কিন্তু মানুষের টাকা ছেড়ে দিন।“
আরও পড়ুন: ৬০ দিন জনসংযোগে অভিষেক: ৬ দিন বাইরে থেকে দেখাক বিরোধীরা, চ্যালেঞ্জ সাংসদের
বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ২০১৯-র নির্বাচনে আলিপুরদুয়ারে জিতেছিল বিজেপি। কিন্তু তারপর আর সেই সাংসদের টিকি খুঁজে পাওয়া যায়নি- অভিযোগ অভিষেকের। বিধানসভা নির্বাচনেও আলিপুরদুয়ারে ৫টি বিধানসভা আসনে জেতে। কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “আপনারা হয়তো ভেবেছিলেন, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি মিলে আলাদা রাজ্য গড়বে বিজেপি এবং আপনারা অধিকার পাবেন। আমি চ্যালেঞ্জ করছি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কোনও সভায় গিয়ে বলুক পৃথক রাজ্য হবে। তাহলে আলিপুরদুয়ারে আর আসব না।“
এলাকার মানুষের উদ্দেশ্যে অভিষেক বলেন, “আপনারা পঞ্চায়েত নির্বাচনে উপযুক্ত প্রার্থী বাছুন। যিনি দিল্লির কাছে মাথা বিক্রি করে দেবে না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, প্রয়োজনে দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করা হবে। আর সেটা করেই দিল্লির বুক থেকে আপনাদের জন্য টাকা আদায় করে আনব।“এদিন জনসভার পরে স্থানীয় কুমারগ্রামে চা বাগান শিবমন্দিরে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।