এগরা (Egra Blast)বিস্ফোরণকাণ্ডে নিহত দুই মহিলা একশো দিনের টাকা পাননি। বলা যায় একপ্রকার বাধ্য হয়ে বাজি কারখানায় কাজ করছিলেন তারা। এর দায় এড়াতে পারেন না নরেন্দ্র মোদী ও অমিত শাহ, এমন কথাই জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, ডেপুটি হচ্ছেন শিবকুমার, শপথ শনিবার
বৃহস্পতিবার, দুর্গাপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় নেতৃত্বকে তোপ দাগেন অভিষেক। তিনি বলেন, ‘যে দু’জন মহিলা মারা গিয়েছেন, তাঁরা ১০০ দিনের কাজ করতেন। তাঁরা জবকার্ড হোল্ডার। ১০০ দিনের টাকা পাচ্ছেন না বলে পেট চালাতে বলে বাজি কারখানায় কাজ নিয়েছিলেন। এর দায়-দায়িত্ব কার?’
আরও পড়ুন-সরানো হল রিজিজুকে, এবার কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদে অর্জুন রাম মেঘওয়াল
তিনি এদিন আরও বলেন, ‘১০০ দিনের টাকা দিলে দুর্ঘটনা ঘটলেও মানুষের প্রাণ যেত না। এই দু’জনকে হারাতাম না! বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করছে। আমি মনে করি, ন্যূনতম বিবেকবোধ থাকলে পদত্যাগ করা উচিত। এই দুজন মহিলা বেঁচে থাকতে পারত, একশো দিনের টাকা পেলে।’ এরপরেই মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, ‘২ কোটি ৬৫ লক্ষ জবকার্ড হোল্ডারদের টাকা আটকে রেখেছে। নরেন্দ্র মোদি এসব কথা ভাবে না। আমাদের সরকার মানবিক। আমরা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে হাজার টাকা দিই। আর আধার-প্যান সংযুক্ত করে ১০০০ টাকা কেড়ে নিচ্ছে মোদি সরকার।’