অসম-মিজোরাম সীমান্তে সংঘর্ষ : ক্ষোভ ও শোকপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Must read

অসম-মিজোরাম সীমান্তে সংঘর্ষ। ইতিমধ্যেই মারা গিয়েছেন ৬ পুলিশকর্মী। এই ঘটনায় ক্ষোভ ও শোকপ্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে ট্যুইট করে তিনি লিখেন, “#অসমমিজোরামবর্ডার-এ যে নির্মম হিংস্রতা ছড়িয়ে পড়েছে তা শুনে হতবাক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা।”

এরপরই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক লেখেন, “বিজেপির শাসনে দেশে গণতন্ত্রের মৃত্যু প্রত্যক্ষ করতে হচ্ছে। ভারতের আরও ভাল কিছু প্রাপ্য”

আরও পড়ুন-জ্বালানি আগুন: সরব অভিষেক, সংসদে সদুত্তর নেই মন্ত্রীর

সোমবার, অসম- মিজোরাম সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের জেরে কমপক্ষে ১২ জন পুলিশ কর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গুলির লড়াইয়ে ৬ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

সোমবার ত্রিপুরায় আইপ্যাকে কর্মীদের আটক করে রাখার ঘটনাতেও বিজেপির বিরুদ্ধে গণতন্ত্রকে ধ্বংস করার অভিযোগ তুলেছিলেন অভিষেক। দিল্লিতে রয়েছেন তিনি জাতীয় রাজনীতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আওয়াজ তুলতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-পেগাসাসে অচল সংসদ, ভরকেন্দ্র তৃণমূল, এককাট্টা বিরোধীরা

সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ বলেও অভিযোগ তুলে টুইটে আক্রমণ করেছেন রাহুল।

 

Latest article