জোর করে ভোট নয় ,প্রার্থীদের কড়া নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করার বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। প্রত্যেক ভোটারের কাছে গিয়ে ভোট চাওয়ার নির্দেশ।

Must read

কলকাতা পুরসভার ভোটের আগে শনিবার প্রার্থীদের নিয়ে তৃণমূল কংগ্রেসের (Tmc) স্ট্র্যাটিজি-বৈঠক হয়। ভোটে কোনও রকম গা-জোয়ারি না করার সাফ নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তিনি এদিন স্পষ্ট বলেন কোনও নেতা বা প্রার্থী যদি তাঁদের এলাকায় জোর করে ভোট করান, তাহলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে দল। প্রয়োজনে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। বাড়ি বাড়ি প্রচারের উপরেও জোর দিতে হবে বলে জানিয়েছেন তিনি। দল দেখলে চলবেনা। সব ভোটারের কাছে গিয়ে ভোট চাওয়ার কথা বলেন এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন-Omicron: তৃতীয় আক্রান্তের খোঁজ এবার গুজরাটে, দক্ষিণ আফ্রিকা সফরের পরেই অসুস্থ

এদিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা তথা পুরভোটে প্রার্থী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন গণতান্ত্রিক উপায়ে মানুষের আশীর্বাদ নিয়ে জয়লাভ করতে হবে। এক্ষেত্রে কোনও জোরাজুরি করা যাবে না। দল এখন যেভাবে পরিচালিত হচ্ছে, তাতে কেউ যদি এ ধরনের কাজ করেন তা শীর্ষ নেতৃত্বের নজরে আসবেই। সেক্ষেত্রে তার বিরুদ্ধে কড়া শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে। আগামী পাঁচবছর তাঁকে কাজ করতে দেওয়া হবে না।

আরও পড়ুন-Omicron: ওমিক্রন সংক্রমণের হার তিনগুণ বেশি

একইসঙ্গে অভিষেক নির্দেশ দেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ এবং পুরসভার কাজের খতিয়ান মানুষের সামনে তুলে ধরে, সেটাকেই প্রচারের হাতিয়ার করতে হবে। বাড়ি বাড়ি প্রচারের উপর জোর দেন তিনি। বলেন, কংগ্রেস-সিপিআইএম-বিজেপি (Congress-Cpim-Bjp)– ভোটার যে দলেরই সমর্থক হোন না কেন, সবার কাছে যেতে হবে। সবার আস্থা অর্জন করে ভোট চাইতে হবে।

আরও পড়ুন-বিদেশে না গিয়েও ওমিক্রনে আক্রান্ত

দলে বিদ্রোহীদের বিষয়েও এদিন অবস্থান স্পষ্ট করেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যাঁরা টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছেন, তাঁরা অন্যায় করেছেন। তাঁদের বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে বলে জানান অভিষেক। একই সঙ্গে, বার্তা দেন যাঁরা পুরভোটে টিকিট পাননি, তাঁরাও তৃণমূলের সৈনিক। সবাইকে নিয়েই ভোটের ময়দানে লড়াই করতে হবে। সব মিলিয়ে বৈঠকে পুরভোটের ‘ডুস অ্যান্ড ডোন্টস’ বাতলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Latest article