একুশে জুলাইয়ের পরেই দিল্লি যাচ্ছেন অভিষেক

Must read

একুশে জুলাই-এর পরেই রাজধানী যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাংলায় বিপুল জয়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগেই রাজধানী যাচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে দিল্লিতে শুরু নানা জল্পনা।

১৯ জুলাই সংসদের অধিবেশন শুরু হচ্ছে। প্রথম ক’দিন সংসদে সম্ভবত থাকতে পারছেন না তিনি। যতদূর খবর তিনি ২১ জুলাইয়ের শহিদ দিবস পালন করে ২২ জুলাই রাজধানী পৌঁছে যাবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর এই প্রথম অভিষেকের দিল্লিযাত্রা, সঙ্গে সংসদের অধিবেশন। ফলে বিরোধী রাজনৈতিক মহলের আবহাওয়া যে চাঙ্গা থাকবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগ: মাত্র ১৫ মাসে ৪ লক্ষ পাত্রীকে রূপশ্রীর অর্থ সাহায্য দিল রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৫ জুলাই দিল্লি যাবেন বলে আপাতত খবর। বিজেপিকে ধরাশায়ী করে বাংলায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর সর্বভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত বিকল্প মুখ। তাঁকে ঘিরে ২৪-এর লোকসভা ভোটের গুটি সাজাতে সলতে পাকানো শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী থাকবেন প্রায় সাতদিন। যাবেন সংসদেও। ফলে ২২জুলাইয়ের পর থেকে দিল্লি কার্যত তৃণমূলময়।

 

Latest article