অভিনব উদ্যোগ তৃণমূল ছাত্র পরিষদের: মোবাইল কলার টিউনে এবার “বাংলার যুবরাজ অভিষেক”!

Must read

একুশের নির্বাচনে নিজেকে প্রমাণ করেছেন। তাঁর ওপর ভরসা রেখেছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকেই বলা হচ্ছে জয়ের নেপথ্য নায়ক। বিরোধীদের আক্রমণ সামলে তৃণমূল কংগ্রেসকে হ্যাট্রিক করিয়েছেন তিনি। এবার সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূলের বড় দায়িত্ব পালন করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইকে কুর্নিশ জানিয়ে আগেই গান বেঁধেছিল দলের ছাত্র সংগঠন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘বাংলার যুবরাজ অভিষেক’ গানটি। এবার সেই গান পৌঁছে যেতে চলেছে দেশবাসীর কাছে। ইতিমধ্যেই ‘বাংলার যুবরাজ অভিষেক’ গানটিকে কলার টিউন বানানোর কাজে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। যে কোনও নেটওয়ার্ক ইউজাররাই কলার টিউন হিসেবে পেতে পারেন গানটি।

আরও পড়ুন-চলতি মাসের শেষ সপ্তাহেই রাজধানী সফরে মমতা, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

গানটিতে অভিষেককে ‘বাংলার যুবরাজ’ বলে তুলে ধরা হয়েছে। গানের প্রতিটি লাইনে তুলে ধরা হয়েছে তাঁর লড়াইকে। তাই লেখা হয়েছে, ‘‌গরিবের ভগবান, নারীদের সম্মান তোমার সাথে জড়িয়ে/বিপদের দিনে পেয়েছি তোমায় পাশে, দিয়েছ দুহাত বাড়িয়ে।’‌ এমনকী ‘সবুজ সেনাপতি’ বলেও সম্মান জানানো হয়েছে অভিষেককে। ৪ মিনিট ১০ সেকেন্ডের এই গানের ভিডিও অ্যালবামে দেখানো হয়েছে অভিষেক বন্দোপাধ্যায়ের বিভিন্ন জনসভার ছবি। উল্লেখ হয়েছে বিভিন্ন সময়ে কখনও ঘূর্ণিঝড় ইয়াসের পরে, কখনও আবার বজ্রপাতের ঘটনার জেরে মৃত্যু হওয়া মানুষদের বাড়ি যাওয়ার ভিডিও।

আরও পড়ুন-একুশে জুলাইয়ের পরেই দিল্লি যাচ্ছেন অভিষেক

একুশের নির্বাচনের সুর বেঁধে দিয়েছিল দেবাংশু ভট্টাচার্যের খেলা হবে গান। নির্বাচনের স্লোগান হয়ে দাঁড়ায় ‘খেলা হবে’। এবার নতুন গানে অভিষেকের লড়াইকে তুলে ধরল তৃণমূল ছাত্র পরিষদ। গানটি গেয়েছেন কেশব দে। সুরও দিয়েছিলেন তিনি। আর গানের কথা লিখেছেন বাদল পাল। কলার টিউন হিসেবে গানটি পেতে ৫৩৭১২৫৪৫৩১৫ -এই কোডটি ব্যবহার করতে হবে। এছাড়া Jio Saavan App এবং Airtel WYNK Music অ্যাপ থেকেও কলার টিউন বানানো যেতে পারে গানটিকে।

 

 

Latest article