মহিলা বিল নিয়ে বাদল অধিবেশনে সরব হতে চলেছে তৃণমূল

Must read

দ্রুত মহিলা সংরক্ষণ বিল পেশ করার দাবিতে এবারের অধিবেশনে সরব হতে চলেছে তৃণমূল। বাদল অধিবেশনের প্রথমদিন থেকেই বিষয়টি নিয়ে দল সক্রিয় হবে বলে সূত্রের খবর। ফের টালবাহানা না করে এবার যাতে এই বিল সংসদে পাশ করানো যায় সেই বিষয়ে জোর দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

আরও পড়ুন-অভিনব উদ্যোগ তৃণমূল ছাত্র পরিষদের: মোবাইল কলার টিউনে এবার “বাংলার যুবরাজ অভিষেক”!

কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে কিছু মহিলা সাংসদকে মন্ত্রী করা হলেও তা প্রত্যাশার চেয়ে অনেক কম। তৃণমূলে মহিলা প্রতিনিধিত্ব লোকসভায় ৪১ শতাংশ ও রাজ্যসভায় ৩৬ শতাংশ। অথচ বিশ্বের বৃহত্তম দল বলে দাবি করা বিজেপিতে মহিলা প্রতিনিধি লোকসভায় ১৪ ও রাজ্যসভায় মাত্র ১১ শতাংশ। এই পরিস্থিতিতেই এবারের বাদল অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর দাবিতে সোচ্চার তৃণমূল। দলের বার্তা, শুধু মন্ত্রিসভায় কয়েকজন মহিলা মুখকে তুলে আনলেই মহিলাদের ন্যায্য অধিকার, প্রতিনিধিত্ব বা সুরক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত হয় না, সেজন্য সঠিক পদ্ধতিতে আগে আইনসভায় এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের বিল পাশ করানো জরুরি।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগ: মাত্র ১৫ মাসে ৪ লক্ষ পাত্রীকে রূপশ্রীর অর্থ সাহায্য দিল রাজ্য সরকার

প্রসঙ্গত, ২০০৮ সালে এই বিলটি লোকসভায় উত্থাপিত হয়। এরপর সেটি যায় স্ট্যান্ডিং কমিটিতে। ২০১০ সালে রাজ্যসভায় পাশ হলেও আটকে যায় লোকসভায়। এরপর দীর্ঘদিন ধরে বিল নিয়ে ঐকমত্য না হওয়া এবং কোনও কোনও দলের কট্টর বিরোধিতায় এই বিল শেষ পর্যন্ত পাশ করানো যায়নি। মুখে মহিলাদের অধিকার রক্ষার কথা বলেও বিজেপি সহ বহু দলই এই বিল পাশ করানোর বিষয়ে আন্তরিক নয়। সময়ের দাবি মেনে এই বাদল অধিবেশনেই যাতে মহিলা বিল পাশ করানো যায় সেই বিষয়ে জোর দিতে চলেছে তৃণমূল। এছাড়া পেট্রোপণ্যের দামবৃদ্ধি, কৃষি আইনের প্রতিবাদের মত একাধিক ইস্যুতে সোচ্চার হবে বাংলার শাসকদল।

Latest article