ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎহীন এলাকা, সমস্যা মেটাতে ফোন ‘এক ডাকে অভিষেক’-এ, মিলল সমাধান

Must read

ব্যপক ঝড়-বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। এর কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। আর এবার এক ডাকে অভিষেক-এর (Ek Daake Abhishek) মাধ্যমেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই দুর্দশার কথা জানতে পারলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কানে এই কথা যাওয়া মাত্রই শুরু হল কাজ। উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখেই মন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) সঙ্গে কথা বলেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।

টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ইতিমধ্যেই বাড়ি-বাড়ি বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য ২৫০ জনেরও বেশি কর্মী সেখানে মোতায়েন করা হয়েছে।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আশ্বাস দিয়েছেন, আগামী ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করা হবে।

অভিষেক আরও জানিয়েছেন, “আমি এটা দেখে আনন্দিত যে, মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের এই উদ্যোগ অর্থাৎ এক ডাকে অভিষেক (Ek Daake Abhishek) ফোনের মাধ্যমে আমাদেরকে মানুষের সমস্যার সমাধান করতে সাহায্য করছে বাস্তব সময়ের ভিত্তিতে!”

Latest article