আগরতলা : ত্রিপুরায় শুধু রাজনীতি যে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য নয়, মানুষের পাশে থাকা, বিপদে তাদের সেবা করার ব্রত নিয়েই যে তিনি নিজে এবং তাঁর দলীয় নেতা-কর্মীদের নিয়ে ত্রিপুরাবাসীর কাছে পৌঁছতে চান তা আরও একবার প্রমাণ হয়ে গেল। ত্রিপুরার উত্তর জেলার কাঞ্চনপুরের পুরনো বাসিন্দা রসময় নমঃর কন্যা দেবযানী দীর্ঘদিন ধরেই অসুস্থ। তাঁর কিডনির সমস্যা রয়েছে। দুটি কিডনিই অকেজো। এখানে ডাক্তারবাবুরা জানিয়ে দিয়েছেন, কিডনি প্রতিস্থাপন না করলে দেবযানীকে বাঁচানো মুশকিল। রসময়বাবু এবং তাঁর স্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা দু’জনেই একটি করে কিডনি মেয়েকে দেবেন। কিন্তু বাদ সাধছে টাকা। কিডনি প্রতিস্থাপন করতে যে পরিমাণ খরচ হবে তা দেওয়ার ক্ষমতা নেই এই দরিদ্র পরিবারের।
আরও পড়ুন :১৫ই ত্রিপুরায় পদযাত্রা অভিষেকের বিপুল উদ্দীপনা
ঘটনাটি ত্রিপুরার তৃণমূল নেতা আশিসলাল সিং মারফত জানতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গেই তিনি অসুস্থ দেবযানীর যাবতীয় চিকিৎসার ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। ঠিক হয়েছে দেবযানীর কিডনি প্রতিস্থাপন হবে কলকাতায়। এসএসকেএম হাসপাতালে। কলকাতায় অসুস্থ মেয়েকে নিয়ে চিকিৎসার খরচ এসব নিয়ে আর রসময়বাবুকে ভাবতে হবে না। সবটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ব্যবস্থা করেছেন। শনিবার সকালে আগরতলা থেকে অসুস্থ দেবযানী-সহ রসময়বাবু এবং তাঁর পরিবারকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়৷ বিমানবন্দরেই থাকবে অ্যাম্বুল্যান্স। সেখান থেকেই সোজা এসএসকেএম হাসপাতাল। বাকি দায়িত্ব ডাক্তারবাবুদের। এই গোটা প্রক্রিয়াটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য যাবতীয় নির্দেশ দিয়েছেন যথাযথ জায়গায়। উল্লেখ্য, রসময়বাবু এবং তাঁর পরিবার দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। বাম আমলে তো বটেই, এখন এই বিজেপির বর্বর জমানাতেও শত আক্রমণেও তৃণমূল কংগ্রেসের পতাকা রসময় নমঃর শক্ত হাতে ধরা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক উদ্যোগে আপ্লুত গোটা পরিবার। মেয়ের চিকিৎসার ঠিকমতো হবে জেনে চিন্তামুক্ত হয়েছেন অসুস্থ দেবযানীর বাবা-মা এবং গোটা পরিবার।