ব্রিকস বৈঠকেও আফগানিস্তান

Must read

প্রতিবেদন : ব্রিকস সম্মেলনেও এবার আলোচনায় উঠল আফগানিস্তান ইস্যু। সম্মেলনে সভাপতিত্ব করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের সম্মেলনে ভারত ছাড়াও চিন, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা যোগ দিয়েছে। আফগানিস্তানের চলতি পরিস্থিতিতে এই সম্মেলন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেছে কূটনৈতিক মহল। আফগানিস্তানের নয়া তালিবান জমানার ভবিষ্যৎ নিয়ে কমবেশি সংশয় রয়েছে সবারই।

আরও পড়ুন : ত্রিপুরায় দলের দুঃস্থ কর্মীর মেয়ের চিকিৎসায় সহায়তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ব্রিকস বৈঠকে আফগানিস্তান নিয়ে মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আফগানিস্তানের চলতি পরিস্থিতির জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। পুতিন বলেন, আমেরিকার হঠকারী সিদ্ধান্তের জন্যই আফগানিস্তানের এই করুণ পরিস্থিতি। হঠাৎ করেই তারা আফগানিস্তান থেকে সমস্ত সেনা তুলে নিয়ে ওই দেশের মানুষকে এক চরম সংকটের মধ্যে ফেলে দিয়েছে। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে এর আগেই উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক মহলে বার্তা দিয়েছিল ভারত। এবার তাতে সুর মেলাল অন্য দেশগুলিও।

আরও পড়ুন : ১৫ই ত্রিপুরায় পদযাত্রা অভিষেকের বিপুল উদ্দীপনা

বৃহস্পতিবার রাতে ভার্চুয়াল পদ্ধতিতে ব্রিকস সম্মেলনের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের সম্মেলনে সভাপতিত্ব করেন তিনি। নিজের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এক প্রভাবশালী সংগঠন হয়ে উঠেছে ব্রিকস। আজকের দিনে গোটা দুনিয়াটাই একসূত্রে গাঁথা। তাই উন্নয়নের জন্য সকলকেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এই নিয়ে দ্বিতীয়বার ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করলেন মোদি।

Latest article