লোক দেখানো আশ্বাস বা প্রতিশ্রুতি নয়। যেমন কথা তেমন কাজ। তৃণমূলে নবজোয়ারের ৩০তম দিনে ঝাড়গ্রামে জনসংযোগ যাত্রা ছিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। অভিষেক যখন ঝাড়গ্রামের বিভিন্ন এলাকা দিয়ে জনজোয়ারে ভাসতে ভাসতে যাচ্ছেন, ঠিক তখনই বিনপুর-১ ব্লকের দহিজুড়ির সিরশি এলাকার মানুষ, বিশেষ করে মহিলারা আবেদন করেছিলেন, তাঁদের এলাকার বাঁধের সংস্কারের জন্য। ঘটনাস্থলে দাঁড়িয়েই অভিষেক (Abhishek Banerjee) তাঁদের কথা দেন দ্রুত সমস্যা সমাধানের।
আর সেই ঘটনার বা অভিযোগের মাত্র ১৩ দিনের মধ্যেই সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু। বাঁধ সংস্কারের জন্য ইতিমধ্যেই সেচমন্ত্রী পার্থ ভৌমিক এলাকা পরিদর্শন করেন।
এরপরেই কাজ শুরু হয় প্রাথমিক পর্যায়ের। এবার প্ল্যান ও খরচের খসড়া তৈরির পর পুরোদমে কাজ শুরু হয়ে যাবে। সামনেই বর্ষা, পুজোর পর যাতে সমাধান করা যায় তারজন্য উদ্যোগী সেচ দফতর।
দহিজুড়ির সিরশি এলাকায় ২৬ বিঘার জমির উপর বাঁধটি রয়েছে। একসময় এই বাঁধের উপর নির্ভর করে ওই এলাকার কৃষকরা চাষাবাদ করতেন। কিন্তু বাঁধটি সংস্কার না হওয়ায় কৃষকরা সমস্যার মুখে পড়েছেন। পুরো বাঁধটি মজে গিয়েছে। সেচমন্ত্রী পার্থ ভৌমিক এলাকায় পরিদর্শনে এলে স্থানীয় বাসিন্দার আরও একটি প্রায় দেড়শো বিঘার বাঁধ তাঁকে দেখান। অভিষেক কথা রাখায় স্বাভাবিকভাবেই খুশির জোয়ার খুশি গ্রামবাসীদের মধ্যে।
আরও পড়ুন: রাশিয়ার বোমায় ভাঙল বাঁধ, স্রোতে বহু মৃত্যুর আশঙ্কা