রাশিয়ার বোমায় ভাঙল বাঁধ, স্রোতে বহু মৃত্যুর আশঙ্কা

Must read

প্রতিবেদন: একটি নদীবাঁধ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইউক্রেনে (Ukraine Dam)। এই বন্যায় বহু মানুষের মৃত্যু হয়েছে। ৪০ থেকে ৪২ হাজার মানুষ ঘরছাড়া। এমনটাই জানিয়েছে আমেরিকা। পশ্চিমি দুনিয়াও এই ঘটনার জন্য রাশিয়ার দিকেই আঙুল তুলেছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ সেনাবাহিনী বিস্ফোরণ ঘটিয়ে ওই বাঁধ উড়িয়ে দিয়েছে। যথারীতি দায় অস্বীকার করেছে মস্কো। ইউক্রেন প্রশাসন জানিয়েছে, আচমকাই বাঁধ ভাঙায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। এই বন্যায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। বহু মানুষ নিখোঁজ হয়ে গিয়েছেন। অন্তত ৪২ হাজার মানুষ বানভাসি হয়ে গৃহহীন হয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ইউক্রেন সরকারের এক পদস্থ সামরিক আধিকারিক জানিয়েছেন, সোমবার রাতে খেরসন শহরের দক্ষিণে দিনিপ্রো নদীর উপর বাঁধটি (Ukraine Dam) ভাঙে। ঘটনার জেরে ৬০ কিলোমিটার দূরের একটি জনপদেও এখন হাঁটু সমান জল। প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ ঘর ছেড়েছেন। খেরসনের জলমগ্ন এলাকার এক বাসিন্দা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বন্যায় তাঁদের গোটা বাড়িটাই ডুবে গিয়েছে। তিনি কিছুই উদ্ধার করতে পারেননি।
এই ঘটনায় ফের রাশিয়ার বিরুদ্ধে সুর চড়িয়েছে আমেরিকা-সহ পশ্চিমি দেশগুলি। জো বাইডেন প্রশাসনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, বহু মানুষের জলে ডুবে মৃত্যু হয়েছে। রাষ্ট্রপুঞ্জের সাহায্যকারী দলের প্রধান মার্টিন গ্রিফিথ জানিয়েছেন, এই ঘটনার অভিঘাত ভয়ঙ্কর এবং সুদূরপ্রসারী।

আরও পড়ুন- ফের বাংলাকে বঞ্চনা কেন্দ্রের

Latest article