প্রতিবেদন : সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে দিল্লি গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরের বিমানে তিনি দিল্লি উড়ে যান। এই অধিবেশনে একগুচ্ছ বিষয় নিয়ে শাসকদল বিজেপিকে চেপে ধরবে বিরোধীরা। লোকসভা নির্বাচনের আগে পূর্ণাঙ্গ বাজেট না হলেও ভোট অন অ্যাকাউন্ট পাশ করাবে বিজেপি সরকার।
আরও পড়ুন-দিনের কবিতা
একদিকে দেশের মূল্যবৃদ্ধি, বেকারত্ব, নিরাপত্তাহীনতা, ধর্মীয় মেরুকরণের রাজনীতির মতো কতগুলো দগদগে ক্ষত তৈরি হয়ে আছে। অন্যদিকে ভোটের রাজনীতিকে সামনে রেখে চড়া হিন্দুত্বের জয়ধ্বজা ওড়াচ্ছে বিজেপি। রামমন্দিরকে হাতিয়ার করে আসন্ন লোকসভা নির্বাচন পেরোতে চাইছে বিজেপি। এই অবস্থায় এই অধিবেশনে যাবতীয় খুব বিক্ষোভ উঠে আসবে বিরোধীদের কণ্ঠে। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সাংসদরা বাংলার প্রতি বঞ্চনা সহ একাধিক জনবিরোধী ইস্যুতে সরব হবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বেশ কিছু বিষয় বক্তব্য রাখতে পারেন। সংসদের ভেতরে ও বাইরে কেন্দ্রীয় সরকারকে নাস্তানাবুদ হতে হবে এ বিষয়ে কোনও সন্দেহ নেই।