অন্যায্য দাবি, তাই কংগ্রেসকে একটি আসনও ছাড়ব না

মালদহ ও মুর্শিদাবাদের সভা থেকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

মানস দাস, মালদহ: অন্যায্য দাবি করছে কংগ্রেস। তাই ওদের একটা আসনও দেব না। সিপিএমের সঙ্গে যারা ঘর করে, তাদের আমি ক্ষমা করি না। মালদহ ও মুর্শিদাবাদের সভা থেকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, আগে সিপিএমের সঙ্গ ছাড়ো। তারপর ভেবে দেখব। তার আগে কোনও কথা নয়।

আরও পড়ুন-দিল্লিতে অভিষেক

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে নিশানা করে বলেন, বললাম, তোমাদের একটাও বিধায়ক নেই। তারপরও মালদহে দু’টি সাংসদ আসন দিচ্ছি, আমরা জিতিয়ে দেব। ওরা বলল, না। ওদের আরও চাই। তাই আমি বললাম একটাও দেব না। কংগ্রেসকে সুস্পষ্ট বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী ফের একলা চলোর ডাক দেন। তিনি বলেন, বিজেপিকে কেউ যদি পরাস্ত করতে পারে, সে একমাত্র তৃণমূল কংগ্রেস। আর কেউ তা পারে না। তাঁর কথায়, পরপর দু’বার কংগ্রেস জিতেছে। কী করেছে? বরকতদা যখন ছিলেন, তখন তবু কিছু করেছিলেন। বরকতদার পরিবার লড়ুক, আমাদের তাতে আপত্তি নেই। কিন্তু বিজেপির সঙ্গে ফাইট একমাত্র তৃণমূলই দিতে পারে। সিপিএমকেও নিশানা করতে ছাড়েননি তিনি। তাঁর কথায়, সিপিএম আমাকে অনেক মেরেছে, মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। সেই সিপিএমকে আমি কোনওদিন ক্ষমা করব না। সিপিএম এখন বিজেপির সঙ্গে ঘর করে। আর কংগ্রেস সিপিএমের সঙ্গে। রাম-বাম-শ্যাম এক হয়েছে। মুখ্যমন্ত্রীর সাফ কথা, বাংলাই পথ দেখাবে দেশকে। যারা দেশকে পথ দেখাতে পারে না, তারা শুধু বড় বড় কথা বলে আর মিথ্যের আশ্রয় নেয়। আর যারা দেশকে পথ দেখাতে পারে, তারা কাজ করে। আমরা কম কথা বলি, কাজ বেশি করি।

Latest article