বঞ্চনার জবাব নেই, অসম্পূর্ণ রিপোর্ট নিয়ে নাটক বিজেপির

১০০ দিনের কাজ সহ বাংলার বকেয়া টাকা নিয়ে সোচ্চার তৃণমূল নেতৃত্ব।

Must read

প্রতিবেদন : ১০০ দিনের কাজ সহ বাংলার বকেয়া টাকা নিয়ে সোচ্চার তৃণমূল নেতৃত্ব। বাজেট অধিবেশনের প্রথম দিনই এবার সরাসরি প্রধানমন্ত্রীকে বাংলার বকেয়া নিয়ে অভিযোগ জানালেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে ২ ফেব্রুয়ারি থেকে সত্যাগ্রহ অনশনে বসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া ইস্যুতে বঙ্গবাসীর ক্ষোভের মুখে বুধবার বাংলাকে আর্থিক বঞ্চনার অভিযোগের মোকাবিলায় অসম্পূর্ণ ক্যাগ রিপোর্ট নিয়ে নাটক করতে নামল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

আরও পড়ুন-দিল্লিতে অভিষেক

রাজ্যের বকেয়া নিয়ে দুর্নীতির অভিযোগ নিয়ে যখন সরব মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার পাল্টা মুখরক্ষায় রাজনৈতিক চিত্রনাট্য মেনে নাটক শুরু করল বিজেপি। বুধবার সকালেই এর আভাস পাওয়া গিয়েছিল যখন সংসদে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বাংলার বকেয়া টাকার দাবি জানান তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কাছে এ-বিষয়ে জানতে চাইলে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ক্যাগ রিপোর্ট পড়ে দেখতে বলেন। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই অসম্পূর্ণ ক্যাগ রিপোর্ট সামনে এনে সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি।

আরও পড়ুন-অন্যায্য দাবি, তাই কংগ্রেসকে একটি আসনও ছাড়ব না

এই পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, শুধুমাত্র ক্যাগ রিপোর্টের ওপর ভরসা করে একটি রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা যায় না। এই রিপোর্ট প্রথমে পাঠাতে হবে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে। তাদের পর্যবেক্ষণের পরই চূড়ান্ত হবে রিপোর্ট। এইভাবে তা প্রকাশ করা যায় না। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পাল্টা প্রশ্ন তোলেন, পিএম কেয়ার ফান্ড নিয়ে ক্যাগ রিপোর্ট বিজেপি কেন এখনও প্রকাশ করেনি?

Latest article