বাসুদেব ভট্টাচার্য, মালবাজার: চা-বলয়ে শ্রমিক আন্দোলন নতুন বাঁকে। এবার শ্রমিকদের দাবিদাওয়া মতোই ঠিক হবে আন্দোলনের অভিমুখ। আর সেই আন্দোলনে দিশা দেখাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee- Malbazar)। রবিবার অভিষেকের (Abhishek Banerjee- Malbazar`) সভা মালবাজারে। তৃণমূল চা-শ্রমিক ইউনিয়নের ডাকা এই সভায় প্রধান বক্তা তিনিই। তাই এই সভাকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থক ও নেতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। আইএনটিটিইউসির রাজ্য সভাপতি হওয়ার পরই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় চা-বলয়ে শ্রমিক আন্দোলনকে সুসংহত করে তুলেছেন। তাই চা-শ্রমিকরাও প্রবল উত্তেজিত এই সভা নিয়ে। তৃণমূল কংগ্রেসের দাবি, ঐতিহাসিক সভা হবে৷ চা-শ্রমিকদের নিয়ে এত বড় সভা আগে কখনও হয়নি বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া গোপ। শনিবার সকাল থেকেই মালবাজারের আর আর স্কুলের মাঠে দলের কর্মী ও নেতাদের নিয়ে হাজির ছিলেন। মঞ্চ, পার্শ্ববর্তী মঞ্চ, শ্রমিকদের বসার জায়গা, ভিআইপি প্রবেশপথ সমস্ত কাজের তদারকি করেছেন। ডুয়ার্সে একের পর এক বন্ধ বাগান রাজ্য সরকারের উদ্যোগে খোলার পর স্বাভাবিকভাবেই খুশি চা-শ্রমিকেরা। রবিবারের সভা থেকে অভিষেক কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে তাঁরা। মহুয়া জানান, রেকর্ড সংখ্যক মানুষ যোগ দেবেন। কারণ, ভোটের আগে চা-শ্রমিকদের প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছিল বিজেপি কিন্তু ভোটের পর তারা বেপাত্তা। সবসময় চা-শ্রমিকদের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস, সেই কারণেই সব চা-বাগানের শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে যোগ দেবেন।
আরও পড়ুন-সাইবার সুরক্ষায় রাজ্য