সাইবার সুরক্ষায় রাজ্য

গ্রামাঞ্চলে সাইবার সুরক্ষা সম্পর্কে মানুষকে সচেতন করতে রাজ্য সরকার বিশেষ ভাবে উদ্যোগী হচ্ছে।

Must read

প্রতিবেদন : গ্রামাঞ্চলে সাইবার সুরক্ষা সম্পর্কে মানুষকে সচেতন করতে রাজ্য সরকার বিশেষ ভাবে উদ্যোগী হচ্ছে। কলকাতা প্রেস ক্লাবে পঞ্চায়েতি রাজ এবং সাইবার সুরক্ষা সম্পর্কিত একটি গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার এ কথা জানিয়েছেন।

আরও পড়ুন-‘বাংলার বুকে চা শ্রমিকদের নিয়ে এই সভা নিঃসন্দেহে এক ঐতিহাসিক পদক্ষেপ’ জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

অনুষ্ঠানে পর্যটন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় উপস্থিত ছিলেন। বাবুল বলেন কৃষকদের সুবিধার্থে তথ্য প্রযুক্তির প্রসার এবং ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে কোনওভাবেই যাতে তার অপপ্রয়োগ না হয় তা দেখতে হবে। সাইবার অপরাধ দমনে পুলিশ প্রশাসন সক্রিয় বলে তিনি মন্তব্য করেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপকুমার মজুমদার জানিয়েছেন, রাজ্যের ৩১ হাজার গ্রাম পঞ্চায়েতের মধ্যে সব জায়গাতেই মানুষকে সচেতন করা হবে।

Latest article