সংবাদদাতা, জলপাইগুড়ি : কথা রাখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বছর ১২ জুলাই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে সভা করতে যাওয়ার পথে ময়নাগুড়ির দোমোহনীহাট সংস্কার কথা বলেছিলেন। তাঁর প্রতিশ্রুতি মতোই সেই হাটটি সংস্কার করে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হল শুক্রবার। ওই দিন ধূপগুড়িতে সভা করতে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা তাঁর গাড়ি থামিয়ে তাঁদের সমস্যার কথা জানিয়েছিলেন।
আরও পড়ুন-কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার, হস্তক্ষেপ চেয়ে মামলা সুপ্রিম কোর্টে
সেই সময়ই তিনি কথা দিয়েছিলেন হাটটি সংস্কার করে দেবেন এবং সেখান থেকেই জেলাপরিষদের সভাধিপতিকে ফোন করে বিষয়টি বলেন। সেই মতো গত বছর ১৫ অগাস্ট এই হাটটি সংস্কারের সূচনা হয়। শুক্রবার ২৪ মার্চ হাটটি ব্যবসায়ীদের জন্য খুলে দেওয়া হল। হাটটি সংস্কার হওয়ায় প্রচুর ব্যবসায়ী উপকৃত হলেন। রাজ্যসভার এক সাংসদ তহবিল থেকে ২৬ লক্ষ টাকা এবং জেলা পরিষদের তহবিল থেকে ৮৯ লক্ষ ৮১ হাজার ৭৩৫ টাকা ব্যায়ে এই হাটটি সংস্কার করা হয়৷ শুক্রবার একটি অনুষ্ঠানের মাধ্যমে এই হাটটি উদ্বোধন করা হয়৷
আরও পড়ুন-মায়ের পায়ের জবা
এদিন হাটটির উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলাপরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, উপস্থিত ছিলেন খগেশ্বর রায়, মহুয়া গোপ, জেলাপরিষদের অতিরিক্ত সমহর্তা তেজস্বী রানা প্রমুখ। অন্যদিকে শুক্রবারই জলপাইগুড়ি রেগুলেটরি মার্কেটের পক্ষ থেকে রাজগঞ্জ ব্লকের তালমা হাটে ১৪টি স্টল ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়। আগামী মাসে আরও ৬০টি স্টল আবেদনের ভিত্তিতে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে।