কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার, হস্তক্ষেপ চেয়ে মামলা সুপ্রিম কোর্টে

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে বিরোধীদের হয়ে এই মামলা তোলেন বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি।

Must read

নয়াদিল্লি : রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধীদের হেনস্তা করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করছে মোদি সরকার। যে অভিযোগে বিরোধীদের হেনস্তা হচ্ছে, সেই একই অভিযোগ উঠলেও বিজেপির নেতাদের বিষয়ে নিষ্ক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই বারবার বিরোধী নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা করে হয়রানি করছে কেন্দ্রের হাতে থাকা সিবিআই, ইডির মতো এজেন্সিগুলি। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের এই অভিযোগ নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ১৪টি বিরোধী রাজনৈতিক দল। বিজেপি-বিরোধী এই দলগুলির মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, ভারতীয় রাষ্ট্র সমিতি, ডিএমকে, আপ, আরজেডির মতো বিরোধী দলগুলি। বিরোধীদের এই মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। আগামী ৫ এপ্রিল হবে এই মামলার শুনানি।

আরও পড়ুন-মায়ের পায়ের জবা

এর আগেও কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব হয়েছেন বিরোধী দলের নেতারা। এমনকী এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছেন তাঁরা। কিন্তু তাতেও মেলেনি সমাধানসূত্র। বিরোধীদের অভিযোগ, সিবিআই, ইডি’র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক লক্ষ্যপূরণের হাতিয়ার হিসাবে কাজে লাগিয়ে বিরোধীদের হেনস্তা করা হচ্ছে এবং বিজেপিতে যোগ দিলেই মামলা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন-কেন্দ্রের স্বীকৃতি বনগাঁ হাসপাতালের

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে বিরোধীদের হয়ে এই মামলা তোলেন বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি। এদিন তিনি শীর্ষ আদালতে এই মামলার দ্রুত শুনানির দাবি জানান। সিংভি বলেন, বর্তমানে ৯৫ শতাংশ মামলাই বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে দায়ের করা হচ্ছে। এভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির কুৎসিত অপব্যবহার হচ্ছে। বিরোধী দলগুলির তরফে দাবি করা হয়েছে, আদালত যেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গ্রেফতারি, হেফাজত ও জামিনের বিষয়গুলি নিয়েও নির্দিষ্ট নির্দেশিকা দেয়।

আরও পড়ুন-স্বাস্থ্যে নতুন দিগন্ত রাজ্যে

এর আগে কেন্দ্রীয় এজেন্সির পক্ষপাতদুষ্ট আচরণের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৯টি বিরোধী দলের নেতৃত্ব। তখন এই চিঠিতে স্বাক্ষর ছিল না কংগ্রেসের। পরে আলাদা করে চিঠি দেন বামশাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নও। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে আদালত কী বলে এখন সেদিকেই নজর সবার। শুধু তাই নয়, এই বিষয়ে কেন্দ্রের ব্যাখ্যাও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এদিন যে ১৪টি বিরোধী দল মামলা করেছে তারা হল: তৃণমূল, কংগ্রেস, আম আদমি পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেডিইউ, বিআরএস, আরজেডি, এসপি, শিবসেনা (উদ্ধব), এনসি, এনসিপি, সিপিআই, সিপিএম, ডিএমকে।

Latest article