মোদি জামানায় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। ভয়াবহ মূল্যবৃদ্ধি নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার পেট্রোল- ডিজেল- গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে (Modi Govt) তোপ দাগলেন তৃণমূল(TMC) কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Banerjee)।
সোমবার একটি ইনফোগ্রাফ সহ টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাতে ডায়মন্ড হারবারের সাংসদ(MP) দেখাতে চেয়েছেন, ২০১৯-এর মার্চ থেকে ২০২২-এর মার্চ– ভোজ্যতেল, পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস, প্যারাসিটামল ওষুধের দাম কী ছিল কী হয়েছে। ওই তালিকা টুইট করার পাশাপাশি অভিষেক লিখেছেন, “বড় বড় ভাষণ দেওয়া এই প্রতিশ্রুতি ভঙ্গকারী, জুমলাবাজ, ঘৃণার কারবারীদের ভেঙে গুঁড়িয়ে দিতে হবে।” মূল্যবৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে অভিষেক আরও লিখেছেন, “সুশাসনের নামে নরেন্দ্র মোদি জনজীবনকে ওষ্ঠাগত করে তুলেছেন।”
আরও পড়ুন – উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
উল্লেখ্য, ২০২১-এর শেষের দিকে আকাশছোঁয়া জ্বালানীর দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে মাঝে প্রতি লিটার পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। যদিও যে পরিমান মূল্যবৃদ্ধি হয়েছিল তাঁর তুলনায় সংখ্যাটা ছিল নগণ্য। এরপর ২০২২ এ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর মার্চ মাস থেকে আবারও বাড়তে থাকে জ্বালানীর দাম। রবিবারের পর মঙ্গলবার ফের বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। বর্তমানে কলকাতার পেট্রোলের লিটার পিছু দাম ১০৯ টাকা ৬৮ পয়সা এবং ডিজেলের লিটার পিছু দাম ৯৪ টাকা ৬২ পয়সা। এই নিয়ে গত আটদিনে সাতবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। দাম বেড়েছে দিল্লি, মুম্বাই, চেন্নাইতেও। দিল্লিতে পেট্রোলে মঙ্গলবার সেঞ্চুরি করল। ভোট মিটতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করেছিল অনেকেই। সেই আশঙ্কাকে সত্যি করে বাড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম।