বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা দিয়ে অবিজেপি নেতৃত্বদের চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

Must read

বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা দিয়ে সমস্ত অবিজেপি নেতৃত্বদের চিঠি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

মঙ্গলবার দেশের সকল অবিজেপি মুখ্যমন্ত্রী ও বিরোধী নেতাদের চিঠি লিখে একজোট হওয়ার বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিঠিতে তিনি লেখেন, “প্রতিহিংসামূলক রাজনীতি করছে বিজেপি। ইডি সিবিআইয়ের মত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির ক্ষতি করা হচ্ছে। এতে দেশের ও মানুষের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।” চিঠিতে তিনি আরও লেখেন, “বেছে বেছে অবিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ED, CBI-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে। বিজেপির আমলে দেশের গণতন্ত্র বিপন্ন। বিজেপির বিরুদ্ধে কেউ যাতে মুখ খুলতে না পারে সেজন্য এসব করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। বিজেপি শাসিত এই সরকারের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। এটাই উপযুক্ত সময়। তবেই জনস্বার্থ বিরোধী এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে।”

আরও পড়ুন – উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপি বিরোধী জোটকে কীভাবে একত্রিত করা যায় চিঠিতে তা বিবেচনা করার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “আমি সকল বিরোধী নেতৃত্বের কাছে অনুরোধ করব একটি বৈঠক ডাকার। যেখানে সবাই একত্রিত হয়ে আগামী লক্ষ্যের জন্য কর্মপদ্ধতি ঠিক করা যায়। এটাই সময় একজোট হওয়ার। আসুন আমরা সকলে একত্রিত হই যাতে এই অপশাসনের বিরুদ্ধে লড়াই করতে পারি। দেশ এই মুহূর্তে এই ধরনের একটি জোটের প্রয়োজনীয়তা অনুভব করছে।”

Latest article