পাখির চোখ ত্রিপুরা(tripura) বিধানসভা নির্বাচন(Assembly Election)। আর সেই লক্ষ্যে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে ঘাসফুল শিবির। ২৩-এর নির্বাচনকে নজরে রেখে রবিবার দু’দিনের সফরে ত্রিপুরায় পা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। এদিন আগরতলা বিমানবন্দরে পা রাখার পর একের পর এক কর্মসূচি সারলেন অভিষেক। সন্ধ্যায় আক্রান্ত তৃণমূল(TMC) কর্মী সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তৃণমূলের সমস্ত আক্রান্ত নেতা নেত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপিকে বার্তা দিয়ে তিনি বলেন, ‘তৃণমূল বিশুদ্ধ লোহা, যত তাতাবে তত শক্তিশালী হবে।’
আরও পড়ুন-অথ রাজ্যপাল কথা
সারা দিন একের পর এক কর্মসূচি সারার পর সন্ধ্যায় আক্রান্ত তৃণমূল কর্মী সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন অভিষেক। সেখানে সঙ্গীতার পাশাপাশি উপস্থিত ছিলেন দলের বাকি সব আক্রান্ত নেতা কর্মীরা। তাদের উদ্দেশ্যে অভিষেক বলেন, ‘আপনারা যেভাবে লড়ছেন দল আপনাদের জন্য গর্বিত। আপনারা মাটি কামড়ে লড়াই চালিয়ে যাবেন। আমিও এখানে আছি আপনাদের সঙ্গে। যারা হামলা চালাচ্ছে সব সিপিএমের লোক। এখন বিজেপিতে গিয়েছে। ওদের কিছু করার ক্ষমতা নেই শুধু ভয় দেখায়। ওদের ভয় পেলে চলবে না।’ এর পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক আরও বলেন, ‘লাগাতার আমাদের কর্মীদের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে। ওরা ভাবছে ভয় দেখিয়ে আমাদের আটকে রাখবে। তবে ওরা ভুল ভাবছে, তৃণমূল বিশুদ্ধ লোহা যত তাতাবে তত শক্তিশালী হবে। আগরতলায় ভোট হয়েছে একটা লোক ভোট দিতে পারেনি।
আরও পড়ুন-অভিষেকের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি বাতিল: “কিসের এত ভয়?” বিপ্লবকে তোপ তৃণমূলের
ইতিমধ্যেই এটা নিয়ে আদালতে গেছি আমরা।’ একসঙ্গে তিনি বলেন, ‘কর্মীরা আমাকে জানিয়েছে যা কিছু হয়ে যাক লড়াইয়ের মাটি থেকে এক ইঞ্চি জমি ছাড়ব না। এনাদের সাহসিকতায় দল গর্বিত।’ পাশাপাশি বিপ্লব দেবকে তোপ দেগে অভিষেক আরও বলেন, ‘ত্রিপুরাকে মগের মুলুকে পরিণত করেছেন বিপ্লব দেব। সিপিএম ২৫ বছরে এই রাজ্যকে যতখানি পিছিয়ে দিয়েছিল বিজেপির ৩ বছরে তা আরও ২৫ বছর পিছিয়ে গিয়েছে। তবে এবার বিপ্লব দেবের শেষের শুরু হয়ে গিয়েছে। আগামি এক বছরের মধ্যে বিপ্লব দেব ক্ষমতাচ্যুত হবে। কেউ আটকাতে পারবে না।’