নেতাই (Netai) গণহত্যার আজ ১৩ বছর পূর্তি হল। কিন্তু নেতাই গণহত্যার বিচারপর্ব শেষ হয় নি। বিচারের আশায় প্রহর গুনছেন শহিদ পরিবার। গত বছর কলকাতা হাই কোর্ট ফেব্রুয়ারি মাসে দ্রুত মামলার নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছিল । উচ্চ-আদালতের নির্দেশে নেতাই গণহত্যা মামলার নিষ্পত্তিতে সিবিআই সক্রিয় হলেও প্রায় এক বছর হতে চলল,১১৫ জনের মধ্যে মাত্র ৭৩ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। আগামী ১৫ জানুয়ারি হাই কোর্টে পরবর্তী মামলার পরবর্তী শুনানির দিন রয়েছে।
আরও পড়ুন-পুলিশকর্মীকে থা.প্পড় মেরে বিপাকে বিজেপি বিধায়ক
এদিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রসঙ্গত, ২০১১ সালের ৭ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের লালগড় থানার অন্তর্ভুক্ত নেতাইয়ে সিপিআইএম কর্মীদের গুলিতে ৯ জনের মৃত্যু হয়। অনেক গ্রামবাসী গুরুতর আহত হন। সেই বছরের ১০ জানুয়ারি হাই কোর্ট বার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সাধারণ সদস্যদের সভায় বারের সহ সভাপতি সুখেন্দুশেখর রায় ও সহ সম্পাদক সঞ্জয় বর্ধন নেতাই গণহত্যার প্রতিবাদে সিবিআই তদন্ত ও মৃত পরিবারের সদস্য ও আহতদের ক্ষতিপূরণের দাবিতে একটি জনস্বার্থ মামলা দায়ের করে। উল্লেখ্য, আজই আবার সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ব্রিগেড সমাবেশ।