পুলিশকর্মীকে থা.প্পড় মেরে বিপাকে বিজেপি বিধায়ক

জানা যাচ্ছে, ইভেন্টের আমন্ত্রণে তার নাম উল্লেখ না করায় ইভেন্টের মঞ্চে একপ্রকার হতাশ হয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিল।

Must read

মহারাষ্ট্রের পুনেতে (Pune)একটি হাসপাতালের অনুষ্ঠানে এক পুলিশকর্মীকে থাপ্পড় মেরে বিপাকে বিজেপির (BJP) এক বিধায়ক। বিধায়কের নাম সুনীল কাম্বলি। ইতিমধ্য়েই সোশ্য়াল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। জানা যাচ্ছে, বিধায়ক টাল সামলাতে না পেরে ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় এক পুলিশকর্মী তার সামনে ছিলেন। রাগে তাকে চড় মারেন তিনি। ঘটনার সময় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-সোমবার থেকে ভাঙড়ে কলকাতা পুলিশ নেতৃত্ব

সূত্রের খবর, ওই বিধায়ক যদিও চড় মারার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই পুলিশকর্মী তার উপর পড়ে গিয়েছিলেন। তাই নিজেকে সামলাতে তিনি তাকে সরিয়ে দেন। যদিও এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি তাই কোনভাবেই তার বক্তব্য মানতে পারছেন না রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ। এর আগে পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক মহিলা কর্মীকে তিনি হেনস্থা করেছিলেন বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন-ক্ষত

প্রসঙ্গত, বুধবার রাতে গৌতমী পাতিল মঞ্চে এক নৃত্যশিল্পী অনুষ্ঠান করছিলেন। তখন এই ঘটনা হয় এবং এই ঘটনার একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়। বুন্ড গার্ডেন পুলিশ, শুক্রবার রাতে, পুনে ক্যান্টনমেন্ট নির্বাচনী এলাকা থেকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিধায়ক সুনীল কাম্বলিকে সাসুন জেনারেল হাসপাতালের একটি পাবলিক ইভেন্টে একজন অন-ডিউটি ​​কনস্টেবলকে চড় মারার অভিযোগে মামলা করেছে।। পুলিশ কনস্টেবল শিবাজি সরগ এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন যার ভিত্তিতে কাম্বলির বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার সকাল ১১.৩০ টার দিকে নতুন মাল্টিস্পেশালিটি ভবন ও অন্যান্য প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, মন্ত্রী হাসান মুশরিফ এবং আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।

আরও পড়ুন-যে মোয়ায় শীতের ছোঁয়া

জানা যাচ্ছে, ইভেন্টের আমন্ত্রণে তার নাম উল্লেখ না করায় ইভেন্টের মঞ্চে একপ্রকার হতাশ হয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিল। ক্লিপটিতে দেখা যাচ্ছে মঞ্চ থেকে নামার সময় কাম্বলে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন এবং সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা পুলিশকে চড় মারছেন। পুলিশ সাব-ইন্সপেক্টর শচীন পাওয়ার বলেছেন, এই ঘটনার জন্য ভিআইপি ডিউটিতে থাকা পুলিশ অফিসার সারাগ অভিযোগটি দিয়েছিলেন।
তিনি বলেছিলেন, “অভিযোগের ভিত্তিতে কাম্বলির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৩ (সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেওয়ার জন্য আক্রমণ বা অপরাধমূলক বল) মামলা করা হয়েছে”। সারাগ তার অভিযোগে উল্লেখ করেছেন যে, তার ঊর্ধ্বতনদের নির্দেশ অনুসারে তিনি অনুষ্ঠানের জন্য ভিআইপি ডিউটিতে ছিলেন। যদিও সুনীল কাম্বলি ঘটনা অস্বীকার করেছেন।

Latest article