সোমবার থেকে ভাঙড়ে কলকাতা পুলিশ নেতৃত্ব

পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের সময় বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে ভাঙড়ে অনেকদিন কাটিয়েছিলেন সৈকত ঘোষ।

Must read

অপেক্ষার অবসান। সোমবার থেকে ভাঙড় থাকছে কলকাতা পুলিশের (Kolkata police) আওতায়। কলকাতা পুলিশের নতুন ডিভিশন ‘ভাঙড় ডিভিশন‘ (Bhangar division)| এই ডিভিশন তৈরি হচ্ছে মোট ৮টি থানা ও একটি ট্র্যাফিক গার্ড নিয়ে। শুধু তাই নয়, একটি মহিলা থানা ও সাইবার ক্রাইম থানাও তৈরি হতে চলেছে ঙড়ে। ৮ই জানুয়ারি সোমবার থেকে ভাঙড়ের ডিসি অফিস, ভাঙড় ট্র্যাফিক গার্ড ও কলকাতা পুলিশের অধীন নতুন চারটি থানার কাজকর্ম শুরু হবে। ভাঙড়, চন্দনেশ্বর, উত্তর কাশীপুর ও শ্যামনগর থানা চালু হতে চলেছে। শনিবার সেখানে পোস্টিংয়ের তালিকা তৈরি করেছে লালবাজার। কাজকর্ম বুঝিয়ে দেওয়ার কাজ শেষ।

আরও পড়ুন-ক্ষত

চতুর্থ ব্যাটেলিনায়ের ডিসি সৈকত ঘোষ ভাঙড়ের ডিসি হচ্ছেন কলকাতা। পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের সময় বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে ভাঙড়ে অনেকদিন কাটিয়েছিলেন সৈকত ঘোষ। নতুন ওসি হিসাবে ভাঙড় থানায় থাকছে সুশান্ত মণ্ডল। উত্তর কাশীপুরে ওসি হলেন অমিতকুমার চট্টোপাধ্যায়। চন্দনেশ্বর সুনীল দেবনাথ এবং পোলেরহাট সরফরাজ আহমেদের দায়িত্বে থাকবে। পরিকাঠামোর উন্নতি হলে বিজয়গঞ্জ বাজার, হাতিশালা, মাধবপুর ও বোদরা থানা চালু হবে। স্বরাষ্ট দপ্তর থেকে মোট ১৭৪৪ টি নতুন পদ তৈরি করা হয়েছে। সবমিলিয়ে আগামী লোকসভা ভোটের আগে যেকোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৈরী ভাঙড়।

Latest article