বঙ্গ

মালদহের পরে বীরভূম, বিধানসভায় ১১-তে ১১টিতেই জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক

বীরভূমের জেলা সভাপতি তিহারে বন্দি। সেখানে দাঁড়িয়েই বিধানসভা নির্বাচনে ১১-০ করা ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে এখন বীরভূমে রয়েছেন তিনি সেখানে বুধবার, মহম্মদবাজারের সভা থেকে অভিষেক বলেন, “১০টি গোল আমরা দিয়েছি। একটিতে হেরেছি। কিন্তু আগামী নির্বাচনে ১১-০ হবে। আর পঞ্চায়েতকে সামনে রেখে মানুষের আশীর্বাদ আর ভালোবাসাকে পাথেয় করে প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের জিততেই হবে।“

গত বিধানসভা নির্বাচনে বীরভূমের ১১টি আসনের মধ্যে ১০টিতে জেতে তৃণমূল, একটি যায় বিজেপির দখলে। এবার ১১-তে ১১টিতেই জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক। একইসঙ্গে মঞ্চ থেকে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে একযোগে নিশানা করেন অভিষেক। বলেন, “আমরা কথা দিয়ে, কথা রেখেছি। আমরা মিথ্যা কথা মানুষকে বলি না। আমরা বলি না যে, ক্ষমতা এলে ১৫ লক্ষ দেব। তারপর নির্বাচনে জেতার পর কেটে পড়ি না। আমরা বলেছিলাম, ক্ষমতায় এলে পরিবারের একজনকে লক্ষ্মীর ভান্ডার দেব। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার পর, একজনকে নয়, পরিবারের সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। এটাই হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য’।“ অভিষেকের কথায়, নরেন্দ্র মোদি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, কোনও প্রতিশ্রুতি পূরণ হয়নি।

আরও পড়ুন- ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় এবার স্থান পেতে চলেছে শান্তিনিকেতন

এদিন ফের অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ের গ্রেফতারি প্রসঙ্গে অমিত শাহ ও তার পুত্রকে তীব্র আক্রমণ করেন অভিষেক। তাঁর মতে, সুকন্যা গ্রেফতার হলে, যে জয় শাহর সম্পত্তি ৮০হাজার গুণ বেড়েছে তাঁকে গ্রেফতার করা হচ্ছে না কেন! এরপরেই মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, আপনারা কেন্দ্রের উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমরা বাংলার রিপোর্ট কার্ড নিয়ে যাব- দেখা যাবে কারা মানুষের স্বার্থে কাজ করেছে। তৃণমূল সাংসদের কথা উন্নয়নের নিরিখে ভোট করুন। এলাকার মানুষে যাঁকে প্রার্থী চান তাঁকে মনোনীত করতেই নিজের প্রার্থী নিজে বাছাই করতে গোপন ব্যালটে ভোটের ব্যবস্থা করছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বার্তা দেন, পঞ্চায়েতে এমন ব্যক্তিকে দরকার, যাঁরা মাথা উঁচু করে দিল্লির চোখ রাঙানির বিরুদ্ধে লড়াইটা করবে। বশ্যতা স্বীকার করবে না।

Mrityunjoy Lokhsman

Recent Posts

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

1 hour ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

7 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

7 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

7 hours ago