৮ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন সাংসদ

Must read

নিজের ৮ বছরের কাজের খতিয়ান ‘নিঃশব্দ বিপ্লব’ বইয়ের আকারে প্রকাশ করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (MP Abhishek Banerjee)। শনিবার, পৈলানে ওই বই প্রকাশ করে অভিষেক জানান, বইতে বিধায়ক বা পঞ্চায়েতের কাজের কোনও খতিয়ান নেই। শুধু মাত্র সাংসদ হিসেবে অভিষেকের কাজের পাই-পয়সার হিসেব দেওয়া আছে। তৃণমূল সাংসদ বলেন, শুধু সাংসদ হিসেবে তাঁর ৮ বছরে কাজের খতিয়ান দিয়েই এত মোটা বই প্রকাশ হয়েছে। যদি সব তৃণমূল সাংসদের কাজের খতিয়ান দেওয়া যেত তাহলে পাতা উল্টোতেই বিজেপির সময় চলে যেত, কুৎসা করার সুযোগ পেত না।

আরও পড়ুন: প্রকাশ্যে এল ‘নিঃশব্দ বিপ্লব’, টুইট বার্তায় জনগণকে ধন্যবাদ জ্ঞাপন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কেন্দ্রের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন অভিষেক (MP Abhishek Banerjee)। জানান, করোনার অজুহাতে গত দুবছর ধরে সাংসদ তহবিলের টাকা দিচ্ছে না কেন্দ্র। তিনি বলেন, “প্রয়োজনে আমায় বেতন দিও না। কিন্তু মানুষের উন্নয়নের জন্য বরাদ্দ দাও।“ এরপরেই বিজেপিকে তীব্র কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, বাংলার বিজেপি শিবির ইতিমধ্যেই ছত্রভঙ্গ। তৃণমূল গেট খুলে দিলে কালবৈশাখী ঝড়ের মতো দলটাই উঠে যাবে। তীব্র আক্রমণ করে অভিষেক বলেন “তোমাদের কাছে ইডি আছে, টাকা আছে। আমাদের সাথে মানুষ আছে। মমতার ছবি আর কর্মীরা আমাদের শক্তি। এই কর্মী আর কোথাও পাবেন না।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সামনে কোনও নির্বাচন নেই। লোকসভা নির্বাচন ২বছর পরে। কিন্তু এখনই তিনি কাজের খতিয়ান প্রকাশ করলেন। কারণ তৃণমূল শুধু ভোটের আগে নয়, সারা বছর মানুষের পাশে থাকে। তাঁর সংসদীয় অঞ্চলে বাইপাস-সহ যে কাজ বাকি আছে তা দ্রুত হবে বলে জানান তৃণমূল সাংসদ।

Latest article