মেঘালয়ে রাজনৈতিক পালাবদলের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Must read

সামনেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন। এখন সেখানে বিরোধীদল তৃণমূল কংগ্রেস। তিনদিনের সফরে মেঘালয়ে গিয়ে মঙ্গলবার শিলংয়ের কর্মিসভা থেকে রাজ্যে পট পরিবর্তনের ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee- Meghalaya)। একইসঙ্গে কর্মিসভা থেকেই মেঘালয়ের বর্তমান শাসকদল বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণালেন অভিষেক।

তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee- Meghalaya) বলেন, মেঘালয় পট পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের পর মেঘালয় গণতান্ত্রিক সরকার গঠিত হবে। গুয়াহাটি থেকে নয়, মেঘালয়ই মেঘালয় শাসন করবে- স্পষ্ট কটাক্ষ বিজেপির বিরুদ্ধে। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য তৃণমূলের লড়াইয়ের কথা তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, সকালে কর্মিসভা শুরুর আগে শিলংয়ের পাইন উড গেস্ট হাউসে মুখরো সীমাঐ সংঘর্ষে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকার চেক তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমবেদনা জানান স্বজনহারা পরিবারগুলিকে। এই ঘটনা উল্লেখ করে অভিষেক বলেন, কোনও রাজনৈতিক দলের নেতৃত্ব এই স্বজনহারা পরিবারদের পাশে দাঁড়ায়নি। কিন্তু তৃণমূল সুপ্রিমো দাঁড়িয়েছেন। মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়নের স্বার্থে, অধিকারের জন্য লড়াই করে তৃণমূল।

আরও পড়ুন: বাংলায় নারীর ক্ষমতায়ন, অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন

অভিষেক অভিযোগ করেন, তৃণমূলকে ভয় পায় বলেই বিজেপি তাদের এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। যে কোনও রাজ্যে ক্ষমতা দখল করার ক্ষেত্রে বিজেপি নেতৃত্বের একটাই স্লোগান থাকে, ‘ডবল ইঞ্জিন সরকার’। এদিন মেঘালয়ের ‘ডবল ইঞ্জিন সরকার’ নিয়ে তীব্র কটক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কী উন্নয়ন করেছে বর্তমান সরকার! খাসি-গারো ভাষা সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য মেঘালয়ের বিজেপি সরকার কতবার দিল্লিতে দরবার করেছে? প্রশ্ন তোলেন অভিষেক।

তৃণমূলের জোড়াফুলের তিনটি পাঁপড়ির তাৎপর্যও ব্যাখা করেন অভিষেক। বলেন, ৩টি পাঁপড়ি তিনটি পাহাড়ের প্রতীক- খাসি, গারো, জয়ন্তীয়া। তৃণমূল সাংসদের কথায় “আমরা জানি সূর্য পূর্ব দিকে উদিত হয়। এবার উন্নয়নের সূর্যোদয় ঘটবে পূর্ব এবং উত্তর-পূর্ব থেকে।“ বড়দিনের বিশেষ উৎসব হয় পার্বত্য রাজ্যে সেখানকার মানুষকে বড়দিন এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরা ও ঘেঘালয়ে রাজ্যেই প্রার্থী দিতে চায় তৃণমূল। এখন থেকেই সেই প্রস্তুতি শুরু করে দিল জোড়াফুল শিবির। কংগ্রেস ছেড়ে ১১ জন বিধায়ক যোগ দেওয়ায় তৃণমূলেই এখন এই পাহাড়ি রাজ্যে এখন প্রধান বিরোধী দল। এবার সেখানে রাজনৈতিক পালাবদলের ডাক দিলেন অভিষেক।

Latest article