আদালত এর নির্দেশ দেওয়ার পর রাজ্য নির্বাচন কমিশন (state election commission) কেন্দ্রের কাছে ৮২২ কোম্পানি বাহিনী চেয়েছে। এখনও পর্যন্ত যদিও সব বাহিনী এসে পৌঁছয়নি বাংলায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee) বলেন, “হাইকোর্টকে ধন্যবাদ। কেন্দ্রীয় বাহিনী আসলে শাপে বর হয়েছে। আমি চাই প্রত্যেক বুথের বাইরে থাকুক কেন্দ্রীয় বাহিনী।” তিনি উল্লেখ করেন, ২০২১-এ এই বাহিনীকে সামনে রেখেই বিধানসভা ভোট হয়েছিল। ২০১৬-তেও ছিল কেন্দ্রীয় বাহিনী। তারপরও তৃণমূলকে হারাতে পারেনি বিরোধীরা।
ভোটের ৪৮ ঘণ্টা আগে বিরোধী দলগুলিকে বার্তা দিয়ে অভিষেক বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে পুলিশ নিয়ে আসুন। বন্দুক লাঠি নিয়ে বুথের বাইরে দাঁড়িয়ে থাকুক। ভোট তো মানুষ দেবে। ভোট তো আর কেন্দ্রীয় বাহিনী দেবে না। মানুষের হৃদয়ে তো তৃণমূল আছে। অভিষেক আরও দাবি করেন, এবার মনোনয়ন পেশ করার ক্ষেত্রেও বিরোধীরা বাধা পাননি।