‘বাংলা নিয়ে তাঁর এত চিন্তা কই একবারও তো রক্তাক্ত মণিপুরের কথা বলেন না’ আনন্দ বোসকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার, রাজভবন থেকে বসে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পিস কনফারেনস (CV Ananda Bose) এর কিছুক্ষণ পরেই কলকাতা প্রেস ক্লাব (Kolkata Press Club) থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যপালকে নিশানা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

ভোট প্রচারে শেষ দিনে । বৃহস্পতিবার, রাজভবন থেকে বসে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পিস কনফারেনস (CV Ananda Bose) এর কিছুক্ষণ পরেই কলকাতা প্রেস ক্লাব (Kolkata Press Club) থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যপালকে নিশানা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন তিনি বলেন, ‘নির্বাচনে ফায়দা তুলতে চাইছেন রাজ্যপাল। রাজ্যপালের সমস্ত বক্তব্য শুনেছি। এটুকু বলা যায়, তিনি যথেষ্ট জ্ঞানী, বুদ্ধিজীবী, বিচক্ষণ। বাংলা নিয়ে তাঁর এত চিন্তা কই একবারও তো রক্তাক্ত মণিপুরের কথা বলেন না?’

আরও পড়ুন-কাকদ্বীপ থেকে উঠল বিপুল অঙ্কের ইলিশ

এদিন, পিস কনফারেন্স থেকে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন রাজ্যপাল। সে বিষয়ে প্রশ্ন করা হল অভিষেক বলেন, রাজ্যপালের যদি রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকে, তারাই উত্তর দেবে। এরপরেই আনন্দ বোসের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। বলেন, ‘রাজ্যপাল রাজনীতির ফায়দা তুলতে চাইছে। নয়াদিল্লির নির্দেশ পালন করছেন। ওখান থেকে যেমন বলা হচ্ছে উনি তেমন করছেন।’

আরও পড়ুন-মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ হাঁটুতে জল, ‘প্রসিডিওরে’ শুরু হল চিকিৎসা

নির্বাচনের মনোনয়ন পর্বে আক্রান্তদের বাড়িতে গিয়েছিলেন রাজ্যপাল। অভিষেকের কথায় ‘করমণ্ডলে এক্সপ্রেস দুর্ঘটনায় বাংলার ৮০ জন মারা গিয়েছিলেন। একজনের বাড়িতেও উনি গিয়েছিলেন!‌ তখন পিস রুম খোলেননি কেন?’

আরও পড়ুন-মেক্সিকোয় ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত বহু

মনরেগা নিয়ে কোনও দিন কোনও কথা বলছেন? রাজ্যপালকে নিশানা করে মন্তব্য করেন অভিষেক। বাংলার নির্বাচন পর্ব নিয়ে আনন্দ বোসের বক্তব্যের পাল্টা তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ‘রাজ্যপালের সমস্ত বক্তব্য শুনেছি। এটুকু বলা যায়, তিনি যথেষ্ট জ্ঞানী, বুদ্ধিজীবী, বিচক্ষণ। বাংলা নিয়ে তাঁর এত চিন্তা কই একবারও তো রক্তাক্ত মণিপুরের কথা বলেন না? মণিপুর তো জ্বলছে। ওনার উচিত একজন সচেতন মানুষ হিসাবে ওখানে যাওয়া। কেন্দ্রীয় সরকার ওনাকে যাওয়ার অনুমতি দিক। এটাই চাইব। কেন্দ্রকে পরামর্শ দেব, এমন বিচক্ষণ ব্যক্তিকে বাংলায় আটকে রাখা কেন্দ্রের ক্ষতি। তাঁকে মণিপুরের দায়িত্ব দেওয়া হোক।’

Latest article