কাকদ্বীপ থেকে উঠল বিপুল অঙ্কের ইলিশ

জানা গিয়েছে, কিছুদিন আগেও ইলিশ ধরা হয়েছিল। খুব একটা লাভ হয়নি।

Must read

খোকা ইলিশ (Hilsa) নয়, মৎস্যজীবীদের জালে এবার বড় সাইজের ইলিশ উঠে এল । টন টন ইলিশ কাকদ্বীপ (Kakdwip) থেকে তুলেছেন মৎস্যজীবীরা। বর্ষার শুরুতেই রূপোলি শস্যর খবরে খুশি বাঙালি খাদ্যরসিকরা। বড় সাইজের ইলিশ উঠে আসায় ব্যবসা ভাল হবে। ইলিশ ভাপা থেকে ইলিশ সরষে এখন পাতে ওঠা শুধু সময়ের অপেক্ষা। কাকদ্বীপ, নামখানা, বকখালি, পাথরপ্রতিমা থেকে ৫০০ টনেরও বেশি ইলিশ নিয়ে এসেছেন এবার মৎস্যজীবীরা। ডায়মন্ডহারবারের আড়তে আসতে শুরু করেছে ভর্তি ইলিশ আসছে। এক কেজি এবং তার বেশি ওজনের ইলিশ এবার পেয়েছেন মৎস্যজীবীরা।

আরও পড়ুন-মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ হাঁটুতে জল, ‘প্রসিডিওরে’ শুরু হল চিকিৎসা

সামনেই নির্বাচন। তারপর শনিবার এবং রবিবার ছুটি। ফলে তাই ইলিশের স্বাদ নেওয়ার সুযোগ রয়েছে খাদ্যরসিকদের। কাকদ্বীপ মৎস্যবন্দর থেকে ডায়মন্ডহারবারের বাজারে ইলিশ আসছে বহু টন। সেখান থেকে এবার তা ইলিশ কলকাতা–সহ রাজ্যের বিভিন্ন মাছের বাজারে চলে আসবে সহজেই।

আরও পড়ুন-মেক্সিকোয় ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত বহু

জানা গিয়েছে, কিছুদিন আগেও ইলিশ ধরা হয়েছিল। খুব একটা লাভ হয়নি। খোকা ইলিশ উঠেছিল এবং দামও বেশি। এবার উঠে এসেছে প্রচুর পরিমাণ ইলিশ। দামও কমবে বাজারে। হাইভোল্টেজ মধ্যাহ্নভোজ হতে পারে। মৎস্য দফতর সূত্রে খবর, প্রথম ধাপে ভাল পরিমাণ ইলিশ মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা। ট্রলার মালিক থেকে ব্যবসায়ী সকলেই খুশি। এখন শুধু কড়াইতে গরম তেলে ইলিশ দেখার অপেক্ষা।

Latest article